Crédits
INTERPRÉTATION
Rezwana Choudhury Bannya
Interprète
COMPOSITION ET PAROLES
Rabindranath Tagore
Paroles/Composition
Paroles
আমার ঢালা গানের ধারা সেই তো তুমি পেয়েছিলে
আমার গাঁথা স্বপন মালা কখন চেয়ে নিয়েছিলে
আমার ঢালা গানের ধারা সেই তো তুমি পেয়েছিলে
মন যবে মোর দূরে দূরে
ফিরেছিল আকাশ ঘুরে
মন যবে মোর দূরে দূরে
ফিরেছিল আকাশ ঘুরে
তখন আমার ব্যথার সুরে
আভাস দিয়ে গিয়েছিলে
আমার গাঁথা স্বপন মালা কখন চেয়ে নিয়েছিলে
আমার ঢালা গানের ধারা সেই তো তুমি পেয়েছিলে
যবে বিদায় নিয়ে যাব
যবে বিদায় নিয়ে যাব চলে
মিলন-পালা সঙ্গ হলে
শরৎ-আলোয় বাদল মেঘে
এই কথাটি রইবে লেগে
শরৎ-আলোয় বাদল মেঘে
এই কথাটি রইবে লেগে
এই শ্যামলে, এই নীলিমায়
আমায় দেখা দিয়েছিলে
আমার গাঁথা স্বপন মালা কখন চেয়ে নিয়েছিলে
আমার ঢালা গানের ধারা সেই তো তুমি পেয়েছিলে
আমার গাঁথা স্বপন মালা কখন চেয়ে নিয়েছিলে
আমার ঢালা গানের ধারা সেই তো তুমি পেয়েছিলে
Written by: Rabindranath Tagore

