Crédits
INTERPRÉTATION
Kabir Suman
Interprète
COMPOSITION ET PAROLES
Rabindranath Tagore
Paroles/Composition
Paroles
হৃদয়ে ছিলে জেগে
দেখি আজ শরত মেঘে
হৃদয়ে ছিলে জেগে
দেখি আজ শরত মেঘে
হৃদয়ে
কেমনে আজকে ভোরে গেল গো গেল সরে
তোমার ওই আঁচলখানি শিশিরের ছোঁয়া লেগে
হৃদয়ে...
কী যে গান গাহিতে চাই
বাণী মোর খুঁজে না পাই
কী যে গান গাহিতে চাই
বাণী মোর খুঁজে না পাই
সে যে ওই শিউলিদলে ছড়ালো কাননতলে
সে যে ওই ক্ষণিক ধারায় উড়ে যায় বায়ুবেগে
হৃদয়ে ছিলে জেগে
দেখি আজ শরতমেঘে
হৃদয়ে...
Written by: Rabindranath Tagore

