Clip vidéo

Apparaît dans

Crédits

INTERPRÉTATION
Hridoy Khan
Hridoy Khan
Interprète
COMPOSITION ET PAROLES
Hridoy Khan
Hridoy Khan
Paroles/Composition
Faujia Sultana Poly
Faujia Sultana Poly
Paroles/Composition
PRODUCTION ET INGÉNIERIE
Hridoy Khan
Hridoy Khan
Production

Paroles

চাই না যে পাশে তোমায় নিঃশ্বাসে যে বিষ ছড়ায় সীমা ছেড়ে যাও না বেঈমানি এক চালে, চাইনা হতে নিঃশেষ যে তোমার সে কারো তে বুঝিনি আগে কালো চোখের সর্বনাশা ঘোর বুক ফেটে যায় কী ভুলে? জানিনি এমন জুয়ারি তুমি ছিনিয়ে নিলি এ মন দম ছিঁড়ে ঢোক গিলে বিভীষিকা তুমি যে, ঘৃণাও যেন মুখ লুকায় ছায়া ছেড়ে যাও না তিক্ততার আক্রোশে পালাতে মন হাতরে বেড়ায় মরতে আর চায় না বুঝিনি আগে কালো চোখের সর্বনাশা ঘোর বুক ফেটে যায় কী ভুলে? জানিনি এমন জুয়ারি তুমি ছিনিয়ে নিলি এ মন দম ছিঁড়ে ঢোক গিলে চাই না আমি বন্দী হাতে ছলনায় ছক পেরোতে চাই সুখে চাই না আমি ডুবে যেতে আসহায় চাই মেলে উড়তে দূরে বুঝিনি আগে কালো চোখের সর্বনাশা ঘোর বুক ফেটে যায় কী ভুলে? জানিনি এমন জুয়ারি তুমি ছিনিয়ে নিলি এ মন দম ছিঁড়ে ঢোক গিলে বুঝিনি আগে কালো চোখের সর্বনাশা ঘোর বুক ফেটে যায় কী ভুলে?
Writer(s): Hridoy Khan, Faujia Poly Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out