Clip vidéo

Clip vidéo

Crédits

COMPOSITION ET PAROLES
Asraful Islam
Asraful Islam
Paroles/Composition
Fahim Chowdhury
Fahim Chowdhury
Paroles/Composition
Azan Ahmed
Azan Ahmed
Paroles/Composition

Paroles

তোমার যাইবার দিন আইজ আমরার সবতা শেষ
আমি ৮হাজার মাইল দূরই, তুমি সিলেট বাংলাদেশ
বাড়ি ভরা দুঃখী ছেরা, আরখ অধ্যায় শেষ..
তোমার নয়া শাড়ী, নয়া সাজে সুন্দর লাগের বেশ!
দরজার বারে ফালকি খাড়া খেস-কুটুমে উঠান ভরা
লাগে না-লাগে না ভালা, তুমি আইজ নাই..
তোমার সুরর রইছে রেশ; আইজকু সবর ছকুত ফানি..
আখতা খরি মারা গেছে মা-বাফর এখ ফুড়ি..
আমি খবর যেবলা হুনি..দুই ফাওর নিছ থাকি হরিগেছে মাটি!
আমার জীবনর এখ লক্ষ্য আইছকু দাফন ওয়ার বাকি!
আর ছাইরদিন বাদে মানষে খাইবা যিয়াফতর খানি!
দুরো..তোমার কীওর দুঃখ, তুমি নয়া ঘরও গেছো
আশা খরি ভালায় আছো খালি আমার ঘুম নাই আমি জানালা বায় ছাই
ছান্দ উঠে নামে আমি তোমার বাড় ছাই কিন্তু দিগন্তর শেষ সীমানাতও তোমার খবর নাই!
যাইতে যাইতে দোহাই আল্লাহর এখবার ফিরিয়া ছা.. (x2)
খতো স্বপ্ন আমরার আর হাছা ওইলো না..
মন ভাঙ্গে টুকরা মনে জোড়া লইলো না! (x2)
প্রকাশ্যে হাসে সে খুশীতে নাচে
ঘরের অন্ধকার ঐ কোণই জানে কে কার জন্য কাঁদে!
কে ভাসে আর হাসে, কে কী হারিয়ে কাঁদে..
কার শুন্যতায় আর মৌনতায় সে চুপটি করে থাকে!
এতো স্বপ্ন যাকে ঘিরে, সে বুঝে কী আমাকে?
সে জানে কী এই অবুঝ মনটা তাকেই শুধু খুঁজে..
শত ব্যস্ততা আর যন্ত্রণায় ও ঠোঁট বাঁকিয়ে হাসে
আর ভেতর ঘরের সত্ত্বাই জানে কী নিয়ে সে ভাবে!
অগোচরে থেকেও দিনের পর দিন নতুন সূর্য উঠে
স্বপ্নরা রোজ ভীড় জমায় এই মনের ঊঠোন মাঝে!
মাঝে-মাঝে হারিয়ে বসি এই জীবনেরই মানে..
কানে-কানে ভেসে উঠে শুধু যাই ছুটে তোর পানে
নিঃস্তব্ধতার বেরাজালে আত্মা যখন বন্দি
তখন শুন্যতায়ও খুঁজে ফিরি একটুখানি সন্ধি
মনের সাথে নিজের বুঝা-পড়া হয়ে উঠে না..
অন্ধকারেই থেকে গেলাম আলো পেলাম না..
এই..দেখা হলো না তোর পাড়ায় ঘুরা হলো না..
তবুও অনুমানে মনের আয়নায় আমায় দেখিনা
দেখি তোর কাজল কালো চোখের কোণে সুখ জমে থাকে..
তোর হরিণী ঐ চোখের মাঝে নতুন স্বপ্ন ছুটে!
যাইতে যাইতে দোহাই আল্লাহর এখবার ফিরিয়া ছা.. (x2)
খতো স্বপ্ন আমরার আর হাছা ওইলো না..
মন ভাঙ্গে টুকরা মনে জোড়া লইলো না! (x2)
Love leaves a memory that nobody can steal
মনর মানুষ এগু আছিল One in a mil
কিলা খইবায় তোমরা বুঝো How the f*** I feel man আয়নার লাখান দিল Man..
ইটা এখবার ভাঙ্গিগেলে হুবহু সেইমভাবে জোড়া তো আর লাগে না রে..
মনর মানুষ আরাইগেলে মনর খবর মনে জানে...
জীবনর ওউ কিচ্ছার মাঝে ইচ্ছা থাখে মানি আমি
সব মানুষ লাইফও এখবার প্রেমও ফড়ে
হ্যাঁ...খেউ হারে, খেউ জিতে খেউ আবার না ফাওয়ার ইতির মাঝে স্মৃতি লইয়া জিন্দা থাখে..
খেউ আবার ফাওয়ার আশায় খোয়াব দেখে!
ফাগল মনে বুঝে না রে, ছিন্তা খরে দেখা ওইবো খথা ওইবো অতীত আবার ফিরত আইবো..
ইতা ওইলো আবেগর স্বপ্ন, বাস্তবে দুঃখ আর খষ্ট!
মনর মানুষ এগু আছিল দেহ তাইর নষ্ট..ক্যান্সারে ধ্বংস.. (বুচ্ছো?)
যাইতে যাইতে দোহাই আল্লাহর এখবার ফিরিয়া ছা.. (x2)
খতো স্বপ্ন আমরার আর হাছা ওইলো না..
মন ভাঙ্গে টুকরা মনে জোড়া লইলো না! (x4)
Written by: Asraful Islam, Azan Ahmed, Fahim Chowdhury
instagramSharePathic_arrow_out

Loading...