Clip vidéo
Clip vidéo
Crédits
INTERPRÉTATION
S.D. Burman
Interprète
COMPOSITION ET PAROLES
S.D. Burman
Composition
Himanshu Dutta
Composition
Ajoy Bhattacharya
Paroles
Paroles
সহেলি গো, সহেলি গো
জাগো মম, জাগো মম সহেলি গো
রজনী পোহায়
জাগো মম সহেলি গো
রজনী পোহায়
তুমি জাগিবে, জাগিবে বলে
তারাদল লাজে লুকায়
সহেলি গো, রজনী পোহায়
সহেলি গো, রজনী পোহায়
জাগো মম, জাগো মম
জাগো মম সহেলি গো
রজনী পোহায়
যে ফুল ঘুমায় রাতে
ফোটে সে উষার সাথে
যে ফুল ঘুমায় রাতে
ফোটে সে উষার সাথে
ঘুমের কাজল মুছি
আকাশও জাগিয়া চায়
সহেলি গো, রজনী পোহায়
সহেলি গো, রজনী পোহায়
রজনী পোহায়
সহেলি গো, রজনী পোহায়
জাগো, জাগো মম সহেলি গো
রজনী পোহায়
হৃদয়পিঞ্জর রাখি এলো যে গানের পাখি
এলো যে গানের, গানের পাখি
এলো যে গানের, গানের পাখি
হৃদয়পিঞ্জর রাখি এলো যে গানের পাখি
তুমি না ডাকিলে তারে
সে যে গান ভুলে যায়
সহেলি গো, রজনী পোহায়
সহেলি গো, রজনী পোহায়
রজনী পোহায়
রজনী পোহায়
Written by: Ajoy Bhattacharya, S.D. Burman


