Crédits
INTERPRÉTATION
Manoj Murali Nair
Voix principales
Manomay Bhattacharya
Voix principales
Rupankar Bagchi
Voix principales
Jayati Chakraborty
Voix principales
Rupankar
Voix principales
COMPOSITION ET PAROLES
Rabindra Nath Tagore
Paroles
PRODUCTION ET INGÉNIERIE
Gopa Roy
Production
Paroles
পুরানো সেই দিনের কথা
ভুলবি কি রে হায়!
ও সেই চোখের দেখা, প্রাণের কথা
সে কি ভোলা যায়?
পুরানো সেই দিনের কথা
ভুলবি কি রে হায়!
ও সেই চোখের দেখা, প্রাণের কথা
সে কি ভোলা যায়?
আয়, আরেকটি বার আয় রে সখা
প্রাণের মাঝে আয়
মোরা সুখের দুখের কথা কব
প্রাণ জুড়াবে তায়
মোরা ভোরের বেলায় ফুল তুলেছি
দুলেছি দোলায়
বাজিয়ে বাঁশি গান গেয়েছি
বকুলের তলায়
মোরা ভোরের বেলায় ফুল তুলেছি
দুলেছি দোলায়
বাজিয়ে বাঁশি গান গেয়েছি
বকুলের তলায়
আর মাঝে হল ছাড়াছাড়ি
গেলেম কে কোথায়
আবার দেখা যদি হলো সখা
প্রাণের মাঝে আয়
পুরানো সেই দিনের কথা
ভুলবি কি রে হায়!
ও সেই চোখের দেখা, প্রাণের কথা
সে কি ভোলা যায়?
পুরানো সেই দিনের কথা
ভুলবি কি রে হায়!
ও সেই চোখের দেখা, প্রাণের কথা
সে কি ভোলা যায়?
সে কি ভোলা যায়?
সে কি ভোলা যায়?
Written by: Rabindranath Tagore

