Clip vidéo

এ জীবন তোমাকে দিলাম | A Jibon Tomake Dilam | কুমার শানু & মিতালী মুখার্জী |
Regarder le vidéoclip de {trackName} par {artistName}

Crédits

INTERPRÉTATION
Kumar Sanu
Kumar Sanu
Interprète
Mitali Mukherjee
Mitali Mukherjee
Interprète
COMPOSITION ET PAROLES
Alauddin Ali
Alauddin Ali
Composition
Mohammad Rafiquzzaman
Mohammad Rafiquzzaman
Paroles/Composition

Paroles

এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের চেয়েও সুখ, তুমি যে আমার। প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। চোখ ভরে দেখেছি, অন্তরে রেখেছি। আরো চাওয়া আরো পাওয়া, রয়েছে বাকি। তোমাকেই চেয়েছি, তোমাকেই পেয়েছি। মরণ হলেও যেন, তোমারি থাকি। সুখের চেয়েও সুখ, তুমি যে আমার। প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও। জান বলে জেনেছি, প্রাণ বলে মেনেছি। মন বলে তুমি যে, তার চেয়ে দামী। তুমি ধরা দিয়েছ, কাছে টেনে নিয়েছ। নতুন জীবন যেন, পেয়েছি আমি। সুখের চেয়েও সুখ, তুমি যে আমার। প্রিয় থেকে ও তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের চেয়েও সুখ, তুমি যে আমার। প্রিয় থেকে তুমি বেশী প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও, বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও।
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out