Clip vidéo
Clip vidéo
Crédits
INTERPRÉTATION
Debabrata Biswas
Voix principales
COMPOSITION ET PAROLES
Rabindranath Tagore
Paroles/Composition
Paroles
হৃদয় আমার
ওই, ওই, ওই বুঝি তোর বৈশাখী ঝড়
আসে, আসে, আসে
হৃদয় আমার
ওই, ওই, ওই বুঝি তোর বৈশাখী ঝড়
আসে, আসে, আসে
হৃদয় আমার
বেড়া-ভাঙার মাতন নামে উদ্দাম উল্লাসে
আসে, আসে, আসে
হৃদয় আমার
ওই, ওই, ওই বুঝি তোর বৈশাখী ঝড়
আসে, আসে, আসে
হৃদয় আমার
তোমার মোহন এল ভীষণ
তোমার মোহন এল ভীষণ বেশে
আকাশ ঢাকা জটিল কেশে
বুঝি এল এল এল তোমার
সাধনধন চরম সর্বনাশে
আসে, আসে, আসে
হৃদয় আমার
ওই, ওই, ওই বুঝি তোর বৈশাখী ঝড়
আসে, আসে, আসে
হৃদয় আমার
বেড়া-ভাঙার মাতন নামে উদ্দাম উল্লাসে
আসে, আসে, আসে
হৃদয় আমার
বাতাসে তোর সুর ছিল না
ছিল তাপে ভরা
পিপাসাতে বুক-ফাটা তোর শুষ্ক কঠিন ধরা
ও তোর সুর ছিল না
বাতাসে তোর সুর ছিল না
ছিল তাপে ভরা
পিপাসাতে বুক-ফাটা তোর শুষ্ক কঠিন ধরা
ও তোর সুর ছিল না
এবার জাগ রে হতাশ, আয় রে
এবার জাগ রে হতাশ, আয় রে ছুটে
অবসাদের বাঁধন টুটে
বুঝি এল এল এল তোমার
পথের সাথি বিপুল অট্টহাসে
আসে, আসে, আসে
হৃদয় আমার
ওই, ওই, ওই বুঝি তোর বৈশাখী ঝড়
আসে, আসে, আসে
হৃদয় আমার
বেড়া-ভাঙার মাতন নামে উদ্দাম উল্লাসে
আসে, আসে, আসে
হৃদয় আমার
ওই, ওই, ওই বুঝি তোর বৈশাখী ঝড়
আসে, আসে, আসে
হৃদয় আমার
Written by: Rabindranath Tagore


