Clip vidéo

Hey Naropishach | Arundhati | Koel Mallick | Indraneil Sengupta | Monali Thakur | Jeet Gannguli
Regarder le vidéoclip de {trackName} par {artistName}

Crédits

INTERPRÉTATION
Monali Thakur
Monali Thakur
Interprète
Chandrani Gannguli
Chandrani Gannguli
Interprète
Jeet Gannguli
Jeet Gannguli
Interprète
Arundhati (Original Motion Picture Soundtrack)
Arundhati (Original Motion Picture Soundtrack)
Guitare acoustique
COMPOSITION ET PAROLES
Chandrani Gannguli
Chandrani Gannguli
Paroles/Composition
Jeet Gannguli
Jeet Gannguli
Composition
PRODUCTION ET INGÉNIERIE
Surinder Films Pvt. Ltd.
Surinder Films Pvt. Ltd.
Production

Paroles

হে নরপিশাচ. তোর মৃত্যু আজ ঘনিয়ে এলো যে. আজ এই পলে হ্ররদয় আমার আজ মৃত্যুর তালে তালে প্রতিশোধের এই আগুন যে জ্বলে নেই রসনা জুটলো যে টলে গান আমার আজ অশ্রু হোক প্রলয় আজ নাচের ছন্দ হোক ঘিরেছে ঘোর অন্ধকার আজ চারিদিকে আমার অত্যাচারীর পাপের আগুনে জ্বলেছে চারিধার এসেছে ঘরে দুঃসময় ভাগ্য যে প্রতিকুল হয় মৃত্যু নিদ্রা আছে আমায় এই জীবন আজ মানলো হায় মৃত্যু তে আমার আজ শেষ বেদনা... বেদনা... ব্রহ্মা কি পারেন স্বয়ং মুছতে তার লেখা ভাগ্যকে অত্যাচারের শাশ্তি তো পাবি অনন্ত নরকে বিধির লিখন মুছবি যে তুই এমন কে তুই শক্তিমান সীতার অভিশাপে দেখ ধ্বংস হোলো রাজা রাবণ পাপ বাসনা কখনও হবেনা পূরণ নারীরই সম্মান আমি নষ্টে নিশ্চিত মরণ সেই নারী আমি গাইছি এই গান শেষ হবি তুই হারাবি প্রাণ অসুরসংহারে শক্তিরূপেণী অষ্টভূজা সে খড়্গধারিণী কালরূপারই খড়্গের আঘাতে খন্ড খন্ড হবে সর্ব অঙ্গ তোর ক্রোধের আগুন আজ জ্বলছে প্রখর নারী শক্তি যে চায় বলি তোর মৃত্যু যে তোর মৃত্যু যে তোর মৃত্যু যে তোর মৃত্যু যে তোর...
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out