Clip vidéo
Clip vidéo
Crédits
INTERPRÉTATION
Barnini Chakraborty
Interprète
COMPOSITION ET PAROLES
Rabindranath Tagore
Composition
Paroles
আমার নয়ন-ভুলানো এলে, নয়ন
আমি কী হেরিলাম হৃদয় মেলে
নয়ন-ভুলানো এলে, নয়ন
শিউলিতলার পাশে পাশে
ঝরা ফুলের রাশে রাশে
শিশির-ভেজা ঘাসে ঘাসে
অরুণরাঙা চরণ ফেলে
নয়ন-ভুলানো এলে, নয়ন
আলোছায়ার আঁচলখানি
লুটিয়ে পড়ে বনে বনে
ফুলগুলি ওই মুখে চেয়ে
কী কথা কয় মনে মনে
তোমায় মোরা করব বরণ
মুখের ঢাকা করো হরণ
ওইটুকু ওই মেঘাবরণ
দু হাত দিয়ে ফেলো ঠেলে
নয়ন-ভুলানো এলে, নয়ন
বনদেবীর দ্বারে দ্বারে
শুনি গভীর শঙ্খধনি
আকাশবীণার তারে তারে
জাগে তোমার আগমনী
কোথায় সোনার নূপুর বাজে
বুঝি আমার হিয়ার মাঝে
সকল ভাবে সকল কাজে
পাষাণ-গালা সুধা ঢেলে
নয়ন-ভুলানো এলে, নয়ন
Written by: Rabindranath Tagore


