Crédits

INTERPRÉTATION
Indranil Sen
Indranil Sen
Interprète
Rabindranath Tagore
Rabindranath Tagore
Interprète
COMPOSITION ET PAROLES
Rabindranath Tagore
Rabindranath Tagore
Composition

Paroles

ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে
মোদের ততই বাঁধন টুটবে
ওদের যতই আঁখি রক্ত হবে মোদের আঁখি ফুটবে
ততই মোদের আঁখি ফুটবে
ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে
মোদের ততই বাঁধন টুটবে
আজকে যে তোর কাজ করা চাই
স্বপ্ন দেখার সময় তো নাই
আজকে যে তোর কাজ করা চাই
স্বপ্ন দেখার সময় তো নাই
এখন ওরা যতই গর্জাবে, ভাই
তন্দ্রা ততই ছুটবে
মোদের তন্দ্রা ততই ছুটবে
ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে
মোদের ততই বাঁধন টুটবে
ওরা ভাঙতে যতই চাবে জোরে
গড়বে ততই দ্বিগুণ করে
ভাঙতে যতই চাবে জোরে
গড়বে ততই দ্বিগুণ করে
ওরা যতই রাগে মারবে রে ঘা
ততই যে ঢেউ উঠবে
ওরে ততই যে ঢেউ উঠবে
তোরা ভরসা না ছাড়িস কভু
জেগে আছেন জগৎ-প্রভু
ভরসা না ছাড়িস কভু
জেগে আছেন জগৎ-প্রভু
ওরা ধর্ম যতই দলবে ততই ধুলায় ধ্বজা লুটবে
ওদের ধুলায় ধ্বজা লুটবে
ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে
মোদের ততই বাঁধন টুটবে
ওদের যতই আঁখি রক্ত হবে মোদের আঁখি ফুটবে
ততই মোদের আঁখি ফুটবে
ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে
মোদের ততই বাঁধন টুটবে
Written by: Rabindranath Tagore
instagramSharePathic_arrow_out

Loading...