Paroles

তারে ধরি-ধরি মনে করি ধরতে গেলেম, আর পেলেম না তারে ধরি-ধরি মনে করি ধরতে গেলেম আর পেলেম না দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা বহুদিন ভাবতরঙ্গে ভেসেছি কতই রঙ্গে বহুদিন ভাবতরঙ্গে ভেসেছি কতই রঙ্গে সুজনের সঙ্গে হবে দেখাশোনা বহুদিন ভাবতরঙ্গে ভেসেছি কতই রঙ্গে সুজনের সঙ্গে হবে দেখাশোনা তারে আমার আমার মনে করি আমার হয়ে আর হইলো না তারে আমার আমার মনে করি আমার হয়ে আর হইলো না দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে মরমে জ্বলছে আগুন, আর নেভে না সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে মরমে জ্বলছে আগুন, আর নেভে না আমায় বলে বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না আমায় বলে বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা পথিক কয়, "ভেবো না রে, ডুবে যাও রূপসাগরে" পথিক কয়, "ভেবো না রে, ডুবে যাও রূপসাগরে বিরলে বসে করো যোগসাধনা" পথিক কয়, "ভেবো না রে, ডুবে যাও রূপসাগরে বিরলে বসে কর যোগসাধনা" একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
Writer(s): Rishi Panda Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out