Crédits
INTERPRÉTATION
Swarnalata
Interprète
Prabhakar
Interprète
COMPOSITION ET PAROLES
S.P. Venkatesh
Composition
Gautam Susmit
Paroles
PRODUCTION ET INGÉNIERIE
SVF MUSIC
Production
Paroles
পোড়া বাঁশি ডাক দিয়ে যায়
অভিসারে ডাক দিয়ে যায়
আমার এ মন ফেরারি হতে
চাই দূরে হারিয়ে যেতে
আমার এ মন ফেরারি হতে
চাই দূরে হারিয়ে যেতে
যাবো যাবো যেথায় রাখাল
নিরালায় আমারে চাই
পোড়া বাঁশি ডাক দিয়ে যায়
অভিসারে ডাক দিয়ে যায়
থাক না বাধা
পেরিয়ে যাব আমি
থাক না বাধা
পেরিয়ে যাব আমি
তোমারি কাছেতে
সে কথা জানাতে
তোমারি কাছেতে
সে সে কথা জানাতে
যেটা শুধু
গুঞ্জনে দিন কেটে যায়
পোড়া বাঁশি ডাক দিয়ে যায়
অভিসারে ডাক দিয়ে যায়
যুগে যুগে কতো রূপে আমি
যুগে যুগে কতো রূপে আমি
তোমারি ডাকেতে ছুটে যে গেছে
তোমারি ডাকেতে ছুটে যে গেছি
আজব আলোক মুখে গল্প শোনাই
পোড়া বাঁশি ডাক দিয়ে যায়
অভিসারে ডাক দিয়ে যায়
আমার এ মন ফেরারি হতে
চাই দূরে হারিয়ে যেতে
আমার এ মন ফেরারি হতে
চাই দূরে হারিয়ে যেতে
যাবো যাবো যেথায় রাখাল
নিরালায় আমারে চাই
পোড়া বাঁশি ডাক দিয়ে যায়
অভিসারে ডাক দিয়ে যায়
Written by: Gautam Susmit, S.P. Venkatesh

