Crédits

INTERPRÉTATION
Dipannita Acharya
Dipannita Acharya
Interprète
The Folk Foundation
The Folk Foundation
Interprète
COMPOSITION ET PAROLES
Fakir Lalon
Fakir Lalon
Paroles/Composition
PRODUCTION ET INGÉNIERIE
HoiChoi
HoiChoi
Production

Paroles

কৃষ্ণ পক্ষ, কালো পক্ষ
কোন পক্ষেতে মধু আছে গো
কৃষ্ণ পক্ষ, কালো পক্ষ
কোন পক্ষেতে মধু আছে গো
কালো ভ্রমর জানে...
কালো ভ্রমর জানে মধুর মর্ম, হায় রে
গুবরা পোকা জানে না
ডুব দিলাম না
এমন ভাবের নদীতে সই লো
ডুব দিলাম না
চণ্ডীদাস আর রজকিনী
ওরাই প্রেমের শিরোমনি গো
হায় রে চণ্ডীদাস আর রজকিনী
ওরাই প্রেমের শিরোমনি গো
তারা এক মরণে...
তারা এক মরণে দুইজন মরে সই লো
এমন মরে কয়জনা
ডুব দিলাম না
এমন ভাবের নদীতে সই লো
ডুব দিলাম না
মুক্তজলে স্নান করিয়ে
জলের ছোঁয়ায় ওই রূপ হেরি গো
মুক্তজলে স্নান করিয়ে
জলের ছোঁয়ায় ওই রূপ হেরি গো
জলে নামি নামি...
জলে নামি নামি মনে করি হায় রে
মরণ ভয়ে নামি না
ডুব দিলাম না
এমন ভাবের নদীতে সই লো
ডুব দিলাম না
এমন প্রেমের নদীতে সই লো
ডুব দিলাম না
এমন ভাবের নদীতে সই লো
ডুব দিলাম না
Written by: Fakir Lalon
instagramSharePathic_arrow_out

Loading...