Clip vidéo

Sei Raate Raat Chhilo Purnima|Lyrical Video|সেই রাতে রাত ছিল পূর্ণিমা|Kishore Kumar|Shibdas Banerjee
Regarder le vidéoclip de {trackName} par {artistName}

Crédits

INTERPRÉTATION
Kishore Kumar
Kishore Kumar
Voix principales
COMPOSITION ET PAROLES
Shibdas Banerjee
Shibdas Banerjee
Paroles/Composition

Paroles

সেই রাতে রাত ছিল পূর্ণিমা রঙ ছিল ফাল্গুনি হাওয়াতে সেই রাতে রাত ছিলো পূর্ণিমা রঙ ছিলো ফাল্গুনি হাওয়াতে সব ভালো লাগছিলো চন্দ্রিমা খুব কাছে তোমাকে পাওয়াতে মন খুশি উর্বশী সেই রাতে সুর ছিলো গান ছিলো এই প্রাণে ঐ দুটি হাত ছিলো এই হাতে কি কথা বলছিলে মন জানে সব ভালো লাগছিলো তুমি ছিলে তাই মন ছিলো মনেরই ছায়াতে সেই রাতে রাত ছিল পূর্ণিমা রঙ ছিল ফাল্গুনি হাওয়াতে জুজু জু জু ... রাত আসে রাত চলে যায় দূরে সেই স্মৃতি ভুলতে কি আজ পারি পুরানো দিন আছে মন জুড়ে ভালোবাসা হয়েছে ভিখারী ধূপকাঠি মন জ্বলে একা একা তাই সেই তুমি নেই তুমি নেই সাথে সেই রাতে রাত ছিল পূর্ণিমা রঙ ছিল ফাল্গুনি হাওয়াতে সব ভালো লাগছিল চন্দ্রিমায় খুব কাছে তোমাকে পাওয়াতে
Writer(s): Kishore Kumar, Shibdas Banerjee Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out