Clip vidéo

Clip vidéo

Crédits

INTERPRÉTATION
Soumitra Chattopadhyay
Soumitra Chattopadhyay
Voix principales
Esha Mitra
Esha Mitra
Voix principales
COMPOSITION ET PAROLES
Rabindranath Tagore
Rabindranath Tagore
Composition
PRODUCTION ET INGÉNIERIE
Gopa Roy
Gopa Roy
Production

Paroles

এ মণিহার আমায় নাহি সাজে
এরে পরতে গেলে লাগে
এরে ছিঁড়তে গেলে বাজে
এ মণিহার আমায় নাহি সাজে
কণ্ঠ যে রোধ করে, সুর তো নাহি সরে
কণ্ঠ যে রোধ করে, সুর তো নাহি সরে
ওই দিকে যে মন পড়ে রয়, মন লাগে না কাজে
এ মণিহার আমায় নাহি সাজে
তাই তো বসে আছি
এ হার তোমায় পরাই যদি, তবেই আমি বাঁচি
তাই তো বসে আছি
ফুলমালার ডোরে বরিয়া লও মোরে
ফুলমালার ডোরে বরিয়া লও মোরে
তোমার কাছে দেখাই নে মুখ মণিমালার লাজে
এ মণিহার আমায় নাহি সাজে
এরে পরতে গেলে লাগে
এরে ছিঁড়তে গেলে বাজে
এ মণিহার আমায় নাহি সাজে
Written by: Rabindranath Tagore
instagramSharePathic_arrow_out

Loading...