Crédits
COMPOSITION ET PAROLES
Bakhtiar Hossain
Paroles/Composition
Mir Ashfaquddin Ahmed
Paroles/Composition
Paroles
কত কথা ছিল শুধুই তোমাতে আমাতে
ছিল রঙে ভরা কত যে স্বপ্ন
ছিল একরাশ গল্প আলোকিত, হায়
কেন কথা সব ফুরিয়ে যায়?
কত বেদনার রাত ভেঙে হেসেছি দু'জন
কত ফাগুনে সেজেছে এই মন
কত ভালোবাসা উড়ে উড়ে বিঁধেছে বুকে
কেন সব শেষ হয়ে যায়?
কত স্বপ্ন ছিল তোমারই দু'চোখে
আমার মনের ক্যানভাসে
কত ছবি ভাসে আমাদের আকাশে
ভালোবাসার রঙ ফুরিয়েছে
তোমার তোমাকে পারিনি আমি ছুঁতে
চোখের ভাষাতে সবটা দেখে ডুবেছি বিস্ময়ে
হৃদয়টা ছিঁড়ে পারিনি আমি বোঝাতে
যদি সব শেষ হওয়ারই ছিল, কেন হলো শুরুটা তবে?
যত কাছে এলে কাছে আসা হয়
এসেছিলাম ততটা কাছে
দূরে দূরে থেকে হৃদয় ভেঙে যায়
বলো কী আর বাকি আছে?
এই বুকে জমা স্তব্ধ নীলচে বেদনা
শুধু নীলে নীলে বেড়েই চলেছে
তুমি জানো সবই, বুঝেই নিয়েছো সবটাই
শুধু জানোনি আমাকে
কত স্বপ্ন ছিল তোমারই দু'চোখে
আমার মনের ক্যানভাসে
কত ছবি ভাসে আমাদের আকাশে
ভালোবাসার রঙ ফুরিয়েছে
তোমার তোমাকে পারিনি আমি ছুঁতে
চোখের ভাষাতে সবটা দেখে ডুবেছি বিস্ময়ে
হৃদয়টা ছিঁড়ে পারিনি আমি বোঝাতে
যদি সব শেষ হওয়ারই ছিল, কেন হলো শুরুটা তবে?
ভেজা চোখ আড়ালে লুকিয়ে রেখে
ডুবে ডুবে থেকে চোরাবালিতে
ধূসর আঁধারে ভুলে নিজেকে
খুঁজি আজও তোমাকে
ভেজা চোখ আড়ালে লুকিয়ে রেখে
ডুবে ডুবে থেকে চোরাবালিতে
ধূসর আঁধারে ভুলে নিজেকে
খুঁজি আজও তোমাকে
তোমার তোমাকে পারিনি আমি ছুঁতে
চোখের ভাষাতে সবটা দেখে ডুবেছি বিস্ময়ে
হৃদয়টা ছিঁড়ে পারিনি আমি বোঝাতে
যদি সব শেষ হওয়ারই ছিল, কেন হলো শুরুটা তবে?
তোমার তোমাকে পারিনি আমি ছুঁতে
চোখের ভাষাতে সবটা দেখে ডুবেছি বিস্ময়ে
হৃদয়টা ছিঁড়ে পারিনি আমি বোঝাতে
যদি সব শেষ হওয়ারই ছিল, কেন হলো শুরুটা তবে?
Written by: Bakhtiar Hossain, Mir Ashfaquddin Ahmed

