Clip vidéo
Clip vidéo
Crédits
INTERPRÉTATION
Auparthib
Interprète
COMPOSITION ET PAROLES
T.F.U.
Composition
Atik Zawad Ankur
Paroles
Paroles
স্বপ্নের মাঝে দেখি তোমায়
তুমি কি ছলনার রুপ ধরে আসো বারেবার
নাকি সত্য আজ?
আমি থাকি ভয়ে
আমি থাকি সংশয়ে
নেই জানা কিছু আমার
কি করতে হবে
তোমার এই মায়া
কেন পিছু ছাড়েনা
আমায় বাচতে দাও আজ
সব ভুলে..
একা হেটে চলি
পথের মাঝে বাধা সবকিছু পেড়িয়ে আমি
হবো মুক্ত আজ
আমি থাকি ভয়ে
আমি থাকি সংশয়ে
নেই জানা কিছু আমার
কি করতে হবে
তোমার এই মায়া
কেন পিছু ছাড়েনা
আমায় বাচতে দাও আজ
সব ভুলে..
Written by: Atik Zawad Ankur, T.F.U.


