Clip vidéo

Crédits

INTERPRÉTATION
Meghdol Band
Meghdol Band
Interprète
COMPOSITION ET PAROLES
Meghdol Band
Meghdol Band
Composition
Shibu Kumer Shill
Shibu Kumer Shill
Paroles/Composition

Paroles

দূর পৃথিবীর গল্প শুনো ছায়ার মতো কিছু স্বপ্ন এখনও দূরে-দূরে চলে যাই ঠিকানা খুঁজে বেড়াই দূরে-দূরে চলে যাই ঠিকানা খুঁজে বেড়াই ঘোর লাগা কিছু সন্ধ্যা আর ব্যর্থ যত স্বপ্ন বেরঙিন ঘোর লাগা কিছু সন্ধ্যা আর ব্যর্থ যত স্বপ্ন বেরঙিন শুনে যাও, শুনতে কি চাও? শুনে যাও, শুনতে কি চাও? আমাদের যত পরাজয় রাত্রি দিন অন্ধকারে, অন্ধ নদী ছুটে চলে নিরবধি অন্ধকারে, অন্ধ নদী ছুটে চলে নিরবধি তবু গল্প লিখে যাওয়া তবু স্বপ্ন স্বপন খেলা তবু নদীর মতো চলি সারাবেলা তবু গল্প লিখে যাওয়া তবু স্বপ্ন স্বপন খেলা তবু নদীর মতো চলি সারাবেলা
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out