Crédits
INTERPRÉTATION
Ariyan Mehedi
Chant
COMPOSITION ET PAROLES
Ahmed Shobuj
Paroles/Composition
PRODUCTION ET INGÉNIERIE
Ariyan Mehedi
Production
Indie Music Group
Ingénierie de montage
Paroles
মনে পড়ে আমার সেই বিকেল বেলা
মনে পড়ে তোমার সাথে আমার পথচলা
মনে পড়ে আমার সেই বিকেল বেলা
মনে পড়ে তোমার সাথে আমার পথচলা
মনে পড়ে তোমার সাথে আমার প্রথম দেখা
কবে হয়েছে প্রেম দু'জনার
মনে পড়ে তোমায় বারে বার
কবে হয়েছে প্রেম দু'জনার
মনে পড়ে তোমায় বারে বার
তুমি ভরদুপুরে দাঁড়িয়ে ছিলে
আমি জানলা খুলে উঁকি দিয়েছি
তুমি আমার দিকে যখন তাকালে
আমি তোমায় দেখে মুগ্ধ হয়েছি
মনে পড়ে আমার সেই বিকেল বেলা
মনে পড়ে তোমার সাথে আমার পথচলা
মনে পড়ে তোমার সাথে আমার প্রথম দেখা
কবে হয়েছে প্রেম দু'জনার
মনে পড়ে তোমায় বারে বার
কবে হয়েছে প্রেম দু'জনার
মনে পড়ে তোমায় বারে বার
Written by: Ahmed Shobuj

