Clip vidéo
Clip vidéo
Crédits
INTERPRÉTATION
MC Mugz
Interprète
COMPOSITION ET PAROLES
Syed Sohel
Paroles/Composition
Mofassal A Bihan
Composition
Paroles
আরে এই ছেলে-মেয়েরা তোরা ঘুমের থেইকা ওঠ
উইঠা দরজার উপ্রে তাকে দেখবি কবুতরের খোপ
আর খোপের ভিত্রে টোপ রাখলে সাপে দিবো ছোপ
আবে, হোপ ব্যাটা, চোপ! দিমু dope খাবি কোপ
আর tennis বলের tape-এ নাকি ছেপের উপ্রে লেপে
গ্যাপে-চেপে বাংলা rap-এ, কলের tape-এ , চলে খেপে
আরেকজনরে দেখে, দেইখ্যা পরীক্ষাতে লেখে
পোলা jacket পিন্দা racket খেইলা বাড়ির ভিত্রে packet
হ, বাঁশি in the ব, কাশি in the ক
চিকি in the চ, লগে লাঠি in the ল
আর মাদুর বিছায় মাটিতে ব
আর মনেতে ক, তোগো কত কইরা daily কেজি লাগে raw
ও, আকিল আর ভাই শাকিল
প্রতিপক্ষ ফাজিল কারণ support করি Brazil
বাতিল কথা বাতিল
আরেকজনের মাথার উপ্রে পাতিল
এইবার নাবিলের ভাই জামিল
যাইয়া ছবি লাগান তামিল
Pick up, pick up, উস্থা pick up, pick up
Music video-তে model নাচায় fake-ass Hip-hop
তগো get up, get up, নকল set up, set up
Poser পোলাপাইনগো YouTube-এ breakup, breakup
Yo, pick up, pick up, উস্থা pick up, pick up
Music video-তে model নাচায় fake-ass Hip-hop
তগো get up, get up, নকল set up, set up
Poser পোলাপাইনগো YouTube-এ breakup, breakup
আইয়েন চাচারা, যাইবেন নি চাষাড়া?
আলিফ, বা, তা ছাড়া, বাংলা rap গা-ছাড়া
সোলেমান লেংটা লইসে জন্ম
যেইহানে ধ্যানটা থাকে solid
মা'য় বানায় পুতে বেচে
গল্লির জিনিস-জুনিস থলিত
দুধের স্বাদ ঘোলে (কী রে?), ফলের জন্ম ফুলে
লোহা মোয়া ভাঙ্গারি সব মণ্ডলপাড়ার pool-এ
আরে রাজায় কইসে, "চুদির ভাই" আনন্দের আর সীমা নাই
বন্দুক যুদ্ধে নিহত জীবনের কোনো বীমা নাই
মাথার ভিত্তে মাথা, আষাঢ় মাসে ব্যাঙের ছাতা
খুঁইজা ফাতা ফাতা, বাদ নাই আতার মা'র গাতা
কান ছাড়া সাপ নাচে বীণে (বীণে)
গানে তৃপ্তি পাইলে গান মাইনষে কিনে (কিনে)
এই গাড়ির ভিত্রে মাদক আছে, পুলিশ দিয়া ধরায় দে
মিয়াখাইন্যা কবিরাজের কাছে লইয়া ঝারায় দে
সব সেয়ানের বড় সেয়ান তোর মতো musician
Root Bangla-র গানের সুখে আগুন লাগায় battalion
Pick up, pick up, উস্থা pick up, pick up
Music video-তে model নাচায় fake-ass Hip-hop
তগো get up, get up, নকল set up, set up
Poser পোলাপাইনগো YouTube-এ breakup, breakup
Yo, pick up, pick up, উস্থা pick up, pick up
Music video-তে model নাচায় fake-ass Hip-hop
তগো get up, get up, নকল set up, set up
Poser পোলাপাইনগো YouTube-এ breakup, breakup
তারে বুঝায় দে হানর তলে লাগায় দে
দিয়্যুম এডে packet line গরি বেক্কে বোয়ায় দে
মজমাতো জমিলে
ব্যাকে বাইয়া দেখিবে চাটগাঁইয়া flag জাগা মতো উড়িলে
গাঞ্জাডি টান দিবো, টান মারি বান দিবো
জাগাত যাই ধরা হাইলে তর বাইয়র নাম বেচিবো
যত প্রকার দুই নাম্বারি ব্যাক কিসু সরায় রাখ
চকবাজার মোড়ত থিয়ায় বামে লইলে হালুরঘাট
এহন তো নেতা নাই, ব্যাক গুটি ব্যাবসায়ী
কেনে অলি নেতা নিজের মার ফেডর বইন বেচি
এসি রুমোত বই থাইক্কে রাজপথের কান্ডারী
দুইদিন্না মুসল্লি তিনদিনর ভান্ডারী
ঘাটত গিয়ায় ধরের মাছ, রাস্তার উপর ফেলায় গাছ
জনগণের ঘিরি ফেইল্লে যত আছে চাঁন্দাবাজ
বাঁধি রাখ, ওয়ার্ড নাম্বার ২১, ইবা জামালখান
হথা হবি ঠিকি, চোখ নিচে তোর নামায় রাখ
Pick up, pick up, উস্থা pick up, pick up
Music video-তে model নাচায় fake-ass Hip-hop
তগো get up, get up, নকল set up, set up
Poser পোলাপাইনগো YouTube-এ breakup, breakup
Yo, pick up, pick up, উস্থা pick up, pick up
Music video-তে model নাচায় fake-ass Hip-hop
তগো get up, get up, নকল set up, set up
Poser পোলাপাইনগো YouTube-এ breakup, breakup
হক পাগল কাশেম চান নাকি ফাইলা পাগলার বনে
পরিবেশন local ভাষায় টাঙ্গাইল সদর আয়োজনে
লাংবা চিমু ড়িবার খাইয়া ভাব তো রেনফোরডা নিছো
Original না Dupli পরফাঁ ভুল জাগাডায় দিছো
কনে উজান, কনে ভাট্টি, কনে বান্দাইছি ঘাঁট্টি
আন্ধার রাইতেও মকা চলে, ল মার setting লগে পাত্তি
ছোট্টো বেলার খেলার সাথি এহন খাইছে লবায় গিট্টু
পল্টির উপরে ডিগবাজি আপন কলয় করে বিট্টু
সময় যহন বর্ষাকালে কালে হরিণ চাডে বাঘের গালে
আমরা নিজেই খুইদ্দা বানাই ডাকলে কুমির আহে খালে
এইডিই ছাড়া দাইভো কষ্টে জীবন তামাকাসা
বাদশা সপ্নে হইছে দোষে, বাস্তবে খুব হতাশা
ঘন্টা চুক্তি গাহো ড়াভায়, রধো দমগডিরেও লাগায়
এইডির বিবেক জাগে না, সোনার দেশে সোনা খাড়ায়
Uncommon শব্দের কিতাব, বাংলা Dictionary খোলা
এইডা Root Bangla file লগে টাঙ্গাইল city-র পোলা
Pick up, pick up, উস্থা pick up, pick up
Music video-তে model নাচায় fake-ass Hip-hop
তগো get up, get up, নকল set up, set up
Poser পোলাপাইনগো YouTube-এ breakup, breakup
Yo, pick up, pick up, উস্থা pick up, pick up
Music video-তে model নাচায় fake-ass Hip-hop
তগো get up, get up, নকল set up, set up
Poser পোলাপাইনগো YouTube-এ breakup, breakup, yo!
Written by: Mofassal A Bihan, Syed Sohel