Paroles

দেখতে দেখতে বয়ে গেছে সময় হাওয়ার মতো উল্টে যাচ্ছে হিসেব অনেক হচ্ছে ভুল কত চলতে চলতে হারিয়ে গ্যাছে রাস্তা নিজের মতো চেনা মুখ যত চাইছে সুখ তত বাড়ছে দূরত্ব এলোমেলো কত কথা আসে যায় বারে বারে য্যানো ওরা ডাক পাঠায় অলিগলি গাড়ি ঘোড়া ডায়ে বাঁয়ে এ শহরের গল্প বলে যায় ঐ চূর্ণী bridge কত স্মৃতি আছে জুড়ে ঐ cricket pitch Toss করে জিতে গেলে তুই batting নিস Phone-এ বাবা আছে তাই no গালি please School- এর পাশে সরু গলি আর ধরা পড়লেই বলি Final Test এর আগের রাত সবার মাথায় পড়তো হাত পাড়ার রায় কাকুর ছেলে অঙ্কতে একশোয় একশো পেলে বাবা কথা শোনায় মাকে বকে গ্যাছে তোমার ছেলে পুজোয় park-এর ভিড়ে সারা শহর জুড়ে ঘুরে তাকে একটু দেখতে পেলে মনটা পুরো যেত ভরে লোকজনের ভিড় ঠেলে আরো একটু এগিয়ে গেলে আমি যত ঘুরতাম কাছে তত দূরে যেত চলে ভাষাণ যেদিন ছিল ঠিক সেদিন সকাল বেলা তার পাড়ার pandel ঘিরে শুরু হলো সিঁদুর খেলা তারপর হঠাৎ একটি ছেলে এলো হাতে সিঁদুর নিয়ে সব স্বপ্ন গ্যালো ভেঙে শেষে বাড়ি এলাম ফিরে ভুলতে বসা অঙ্ক টাকার ভাঙছে ঘর যত ব্যস্ত সময় বন্দি হৃদয় জমছে না আর ক্ষত পুড়তে থাকা বিকেল গুলো উড়ছে তুলোর মতো পলকা মেঘের এক চালাতে গলছে আকাশ তত এলোমেলো কত কথা আসে যায় বারে বারে য্যানো ওরা ডাক পাঠায় অলিগলি গাড়ি ঘোড়া ডায়ে বাঁয়ে এ শহরের গল্প বলে যায় ঐ পাড়ার club কত trophy আছে জমে Last বিশ্বকাপ নিয়ে তর্কে ডুবে গেলে জ্ঞান দেয়ার ধাত একটু কাজ আছে ভাই Please করিস মাফ চাকরি পেতে সরকারী কত জানা দরকারী Interview কাঁড়ি কাঁড়ি পেকে যায় গালের দাড়ি কাকিমাদের pnpc চোখ যেন cctv পথে দ্যাখা হলেই বলে কোনো চাকরি আদৌ পেলি? সাইকেল চালিয়ে জোরে যত ঢুকি তাড়াতাড়ি টিউশনি শেষ করে ভাবি ফিরবো কখন বাড়ি রাস্তাতে ফেরার পথে মুদি খানার ফর্দ হাতে খুঁজে বেরাই আমি ঘুরে সারা রেল বাজার জুড়ে বছর যাচ্ছে ঘুরে আর বয়েস যাচ্ছে বেড়ে বন্ধুরা একে একে সব গ্যাছে আমায় ছেড়ে বোঝা বাড়লে সংসারে কত কি যে হতে পারে ঠেক খেয়ে শেখা আছে সব চেনে দরকারে এলোমেলো কত কথা আসে যায় বারে বারে য্যানো ওরা ডাক পাঠায় অলিগলি গাড়ি ঘোড়া ডায়ে বাঁয়ে এ শহরের গল্প বলে যায়
Writer(s): Shakya Tarafdar Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out