Crédits

INTERPRÉTATION
Durjoy Choudhury
Durjoy Choudhury
Voix principales
COMPOSITION ET PAROLES
Durjoy Choudhury
Durjoy Choudhury
Paroles/Composition
Dipangshu Acharya
Dipangshu Acharya
Paroles/Composition
PRODUCTION ET INGÉNIERIE
Tirthankar Ray
Tirthankar Ray
Ingénierie de prise de son

Paroles

আলেয়া দিয়ে বাঁধা শহুরে গাছ
দালানে সারি সারি আতশ কাঁচ
গোলাপ পাতা দিয়ে পথিক দল
কপালে মুছে নিলো চাঁদের জল
আলেয়া দিয়ে বাঁধা শহুরে গাছ
দালানে সারি সারি আতশ কাঁচ
গোলাপ পাতা দিয়ে পথিক দল
কপালে মুছে নিলো চাঁদের জল
নিটোল রাজপথে ঘোলাটে ভিড়
বিক্রি কমে গেল প্রজাপতির
ঠাণ্ডা ঝলমলে বালিশ দাও
ঘুমোতে ভালোবাসে জোনাকিরাও
আলেয়া দিয়ে বাঁধা শহুরে গাছ
দালানে সারি সারি আতশ কাঁচ
গোলাপ পাতা দিয়ে পথিক দল
কপালে মুছে নিলো চাঁদের জল
দু'ধারে পরিপাটি সোনাবাজার
চিনতে শিখে গেছি ইন্তেজার
পাঁজরে মিনে করা জন্ম নাম
ওপাশ ফিরে শুলো আমার গ্রাম
যে গ্রামে নিভে গেলে রাতের গান
আমাকে খোঁজে দুটো magician
মন্ত্র ভুলে যাওয়া magician
আলেয়া দিয়ে বাঁধা শহুরে গাছ
দালানে সারি সারি আতশ কাঁচ
গোলাপ পাতা দিয়ে পথিক দল
কপালে মুছে নিলো চাঁদের জল
Written by: Dipangshu Acharya, Durjoy Choudhury
instagramSharePathic_arrow_out

Loading...