Crédits
INTERPRÉTATION
Purnata
Interprète
AN Farhad
Direction musicale
COMPOSITION ET PAROLES
M. A. Alam Shuvo
Paroles
Paroles
আমার মনে একজনারে
দিলাম আমি ঠাঁই,
হাজার আসুক রাজপুত্র
কাউরে আর না চাই,
তারে ছাড়া প্রাণ থাকে না
বোঝাই আমি কারে,
আমি মন দিয়েছি যারে
আমি মন দিয়েছি যারে,
মইরা যামু কইয়া দিলাম
না পাইলে তারে।
♠️
যারে আমি ভালোবাসি
তার তো খবর নাই,
হাজার মজনু ঘুরে ফিরে
যে দিকে তাকাই,
তারে ছাড়া প্রাণ থাকে না
বোঝাই আমি কারে,
আমি মন দিয়েছি যারে
আমি মন দিয়েছি যারে,
মইরা যামু কইয়া দিলাম
না পাইলে তারে।
♠️
সাজি আমি যার জন্য
সে না ফিরে চায়,
ভালোবাসা দিয়ে তার
মন করবো আদায়,
তারে ছাড়া প্রাণ থাকে না
বোঝাই আমি কারে,
আমি মন দিয়েছি যারে
আমি মন দিয়েছি যারে,
মইরা যামু কইয়া দিলাম
না পাইলে তারে।
Written by: M. A. Alam Shuvo

