Clip vidéo
Clip vidéo
Crédits
INTERPRÉTATION
Tasrif Khan
Interprète
COMPOSITION ET PAROLES
Tasrif Khan
Composition
PRODUCTION ET INGÉNIERIE
Tanjeeb Khan
Ingénierie de mastérisation
Paroles
এক রাজাতে লোভের খেলায় মত্ত হয়ে খুব
সবার খেলা খেলবে একাই বাকিরা নিশ্চুপ
নেই রেফারি, নেই কোন আইন, নেই বিপক্ষ দল
মূর্খ রাজা জানতো না কী আছে কর্মফল !
যেইনা রাজা ভাবলো তাহার নিজেকে ঈশ্বর
উপরওয়ালার এক ইশারায় সবকিছু নড়বড়
রাজ্য ছেড়ে পালায় রাজা প্রাণ বাঁচাবে বলে
সৈন্যবহর কাঁদলে কাদুক, মরুক পঁচে জেলে
লোভী রাজার স্বার্থ আগে নিজের ভালোই বোঝে
পালিয়েতো হয়নি লজ্জা ,ফেরার রাস্তা খোঁজে
চলো ইঁদুর খেলা খেলবো খাঁচায়
খাবার রেখে ডাকি
চলে এসো খাবে,
তোমার আরও খাওয়া বাকি
পয়সা কড়ি, হক খেয়েছো
খুলে দেখো খাতা
এবার এলে তোমায় দেবো
আস্তো মাছের মাথা
যেইনা তুমি ভাবলে তোমার নিজেকে ঈশ্বর
উপরওয়ালার এক ইশারায় সবকিছু নড়বড়
রাজ্য ছেড়ে পালাও তুমি প্রাণ বাঁচাবে বলে
সৈন্যবহর কাঁদলে কাদুক, মরুক পঁচে জেলে
লোভী তোমার স্বার্থ আগে, নিজের ভালোই বোঝো
পালিয়েতো হয়নি লজ্জা ,ফেরার রাস্তা খোঁজো
সামনে আবার সময় নিয়ে, আসবে নতুন রাজা
লোভের ছিটে ফুটো পেলেই, পাবে একই সাজা
আগের রাজার প্রাপ্তি দেখে, শিক্ষা নিলেই ভালো
নইলে দেখবে ভড় দুপুরে, সবই আঁধার কালো!
নতুন রাজাও ভাবে যদি নিজেকে ঈশ্বর
আমরা সবাই করবো টেনে তার গদি নড়বড়।।
রাজ্য ছেড়ে পালাতে হবে, প্রাণ বাঁচাবে বলে
সৈন্যবহর কাঁদবে আবার, মরবে পঁচে জেলে
এমন রাজা আসুক যেন রাজ্যে আসে সুখ
সবাই মিলে সারিয়ে নেবো, রাজ্যের অসুখ!
Written by: Tasrif Khan


