Clip vidéo
Clip vidéo
Crédits
INTERPRÉTATION
Belal Khan
Interprète
COMPOSITION ET PAROLES
Belal Khan
Composition
Sohodeb Saha
Paroles/Composition
PRODUCTION ET INGÉNIERIE
Belal Khan
Production
Paroles
এই ছিল তোর মনে
এসেছিলি মনটা দিতে মিথ্যে প্রলোভনে
হেসেছিলে মনের কথা রেখে গোপনে
বেসেছিলে ভালো শুধু নিজের প্রয়োজনে।
বুঝলি না বুঝলি না আমার সরল মনের কথা
নিয়ে সবই দিয়ে গেলি হৃদয় ভাঙ্গা ব্যথা
এই হৃদয়ের কান্না এখন আকাশ বাতাস শোনে।
খুজলি না খুজলি না আমার বুকের ভিতর এসে
সুখের স্বর্গ গড়েছিলাম তোকে ভালোবেসে
তোর কারনে জীবন এখন মরণ প্রহর গুণে।
Written by: Belal Khan, Sohodeb Saha


