Crédits
INTERPRÉTATION
Nachiketa
Interprète
Nachiketa Chakraborty
Interprète
COMPOSITION ET PAROLES
Nachiketa Chakraborty
Paroles/Composition
Paroles
সোনালী প্রান্তরে, ভ্রমরার গুঞ্জরে
সোনালী প্রান্তরে, ভ্রমরার গুঞ্জরে
দখিনা পবনেতে অন্ধ আবেগে
থাকে না মন ঘরে
সোনালী প্রান্তরে, ভ্রমরার গুঞ্জরে
সোনালী প্রান্তরে, ভ্রমরার গুঞ্জরে
বারে বারে যেন আসি ফিরে এমন দেশে
উষ্ণ বালির বুকে সূর্য যেথায় ওঠেন হেসে
বারে বারে যেন আসি ফিরে এমন দেশে
উষ্ণ বালির বুকে সূর্য যেথায় ওঠেন হেসে
ভালোবাসা, কত আশা ছড়ানো এ বাতাসে
স্বপ্ন মাখা মেঘের নকশা ঝরানো এ আকাশে
স্বপ্ন জড়ানো মন চেয়ে থাকে অনুক্ষণ
এ কথা জানায় বারে বারে
সোনালী প্রান্তরে, ভ্রমরার গুঞ্জরে
সোনালী প্রান্তরে, ভ্রমরার গুঞ্জরে
আজ নতুন সাজে এলো যে বৈশাখী এ রাত
হাতেতে যেন থাকে, ও সুজন, তোমারই হাত
ও, আজ নতুন সাজে এলো যে বৈশাখী এ রাত
হাতেতে যেন থাকে, ও সুজন, তোমারই হাত
উষ্ণ মরুর শুকনো বুকে আঁকে বাতাস ছবি
দিবারাত্রি যেন কাব্য লিখে যায় কোন সে কবি
স্বপ্ন জড়ানো মন চেয়ে থাকে অনুক্ষণ
এ কথা জানায় বারে বারে
সোনালী প্রান্তরে, ভ্রমরার গুঞ্জরে
সোনালী প্রান্তরে, ভ্রমরার গুঞ্জরে
দখিনা পবনেতে অন্ধ আবেগে
থাকে না মন ঘরে
সোনালী প্রান্তরে, ভ্রমরার গুঞ্জরে
সোনালী প্রান্তরে, ভ্রমরার গুঞ্জরে
Written by: Nachiketa, Nachiketa Chakraborty

