क्रेडिट्स

PERFORMING ARTISTS
Oyshee
Oyshee
Performer
COMPOSITION & LYRICS
JK
JK
Composer
Robiul Islam Jibon
Robiul Islam Jibon
Songwriter

गाने

না আসিয়া মনের দাওয়ায় পাখি আমার উড়ে হাওয়ায়
না আসিয়া মনের দাওয়ায় পাখি আমার উড়ে হাওয়ায়
তার বিরহ এই আমারে তিলে তিলে মারে
তার বিরহ এই আমারে তিলে তিলে মারে
নালিশ দেবো কারে আমি, নালিশ দেবো কারে?
নালিশ দেবো কারে আমি, নালিশ দেবো কারে?
চক্ষু মেলে দিবানিশি দেখি শূন্য খাঁচা
তুষের আগুন জ্বলে বুকে, যায় রে কেমনে বাঁচা?
চক্ষু মেলে দিবানিশি দেখি শূন্য খাঁচা
তুষের আগুন জ্বলে বুকে, যায় রে কেমনে বাঁচা?
না আসিয়া মনের দাওয়ায় পাখি আমার উড়ে হাওয়ায়
না আসিয়া মনের দাওয়ায় পাখি আমার উড়ে হাওয়ায়
তার বিরহ এই আমারে তিলে তিলে মারে
তার বিরহ এই আমারে তিলে তিলে মারে
নালিশ দেবো কারে আমি, নালিশ দেবো কারে?
নালিশ দেবো কারে আমি, নালিশ দেবো কারে?
নালিশ দেবো কারে আমি, নালিশ দেবো কারে?
নালিশ দেবো কারে আমি, নালিশ দেবো কারে?
কোনোদিনও ভাবি নাই সে নেবে এমন আড়ি
তার অভাবে কাটে এখন আমার জগৎ-বাড়ি
কোনোদিনও ভাবি নাই সে নেবে এমন আড়ি
তার অভাবে কাটে এখন আমার জগৎ-বাড়ি
না আসিয়া মনের দাওয়ায় পাখি আমার উড়ে হাওয়ায়
না আসিয়া মনের দাওয়ায় পাখি আমার উড়ে হাওয়ায়
তার বিরহ এই আমারে তিলে তিলে মারে
তার বিরহ এই আমারে তিলে তিলে মারে
নালিশ দেবো কারে আমি, নালিশ দেবো কারে?
নালিশ দেবো কারে আমি, নালিশ দেবো কারে?
নালিশ দেবো কারে আমি, নালিশ দেবো কারে?
নালিশ দেবো কারে আমি, নালিশ দেবো-
Written by: JK, Robiul Islam Jibon
instagramSharePathic_arrow_out

Loading...