म्यूज़िक वीडियो
म्यूज़िक वीडियो
क्रेडिट्स
PERFORMING ARTISTS
Purabi Mukherjee
Performer
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Songwriter
गाने
শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু, হে প্রিয়
মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিয়ো
শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু, হে প্রিয়
সারা পথের ক্লান্তি আমার, সারা দিনের তৃষা
কেমন করে মেটাব যে, খুঁজে না পাই দিশা
এ আধার যে পূর্ণ তোমার, সেই কথা বলিয়ো
মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিয়ো
শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু, হে প্রিয়
হৃদয় আমার চায় যে দিতে, কেবল নিতে নয়
বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়
হাতখানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে
ধরব তারে, ভরব তারে, রাখব তারে সাথে
একলা পথের চলা আমার করব রমণীয়
মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিয়ো
শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু, হে প্রিয়
Written by: Rabindranath Tagore