गाने
তবে শেষ করে দাও শেষ গান
তার পরে যাই চলে
তবে শেষ করে দাও শেষ গান
তুমি ভুলে যেয়ো এ রজনী
আজ রজনী ভোর হলে
তবে শেষ করে দাও শেষ গান
বাহুডোরে বাঁধি কারে
স্বপ্ন কভু বাঁধা পড়ে?
বাহুডোরে বাঁধি কারে
স্বপ্ন কভু বাঁধা পড়ে?
বক্ষে শুধু বাজে ব্যথা
আঁখি ভাসে জলে
তবে শেষ করে দাও শেষ গান
বাহুডোরে বাঁধি কারে
স্বপ্ন কভু বাঁধা পড়ে?
বাহুডোরে বাঁধি কারে
স্বপ্ন কভু বাঁধা পড়ে?
বক্ষে শুধু বাজে ব্যথা
আঁখি ভাসে জলে
তবে শেষ করে দাও শেষ গান
তার পরে যাই চলে
তবে শেষ করে দাও শেষ গান
তুমি ভুলে যেয়ো এ রজনী
আজ রজনী ভোর হলে
তবে শেষ করে দাও শেষ গান