क्रेडिट्स

गाने

আমি যে আর সইতে পারি নে
আমি যে আর সইতে পারি নে
সুরে বাজে মনের মাঝে গো
কথা দিয়ে কইতে পারি নে
আমি যে আর সইতে পারি নে
আমি যে আর সইতে পারি নে
হৃদয়লতা নুয়ে পড়ে
ব্যথাভরা ফুলের ভরে গো
হৃদয়লতা নুয়ে পড়ে
ব্যথাভরা ফুলের ভরে গো
আমি সে আর বইতে পারি নে
আমি যে আর সইতে পারি নে
আমি যে আর সইতে পারি নে
আজি আমার নিবিড় অন্তরে
কী হাওয়াতে কাঁপিয়ে দিল গো
পুলক-লাগা আকুল মর্মরে
আজি আমার নিবিড় অন্তরে
কী হাওয়াতে কাঁপিয়ে দিল গো
পুলক-লাগা আকুল মর্মরে
কোন গুণী আজ উদাস প্রাতে
মীড় দিয়েছে কোন বীণাতে গো
কোন গুণী আজ উদাস প্রাতে
মীড় দিয়েছে কোন বীণাতে গো
ঘরে যে আর রইতে পারি নে
আমি যে আর সইতে পারি নে
আমি যে আর সইতে পারি নে
সুরে বাজে মনের মাঝে গো
কথা দিয়ে কইতে পারি নে
আমি যে আর সইতে পারি নে
আমি যে আর সইতে পারি নে
instagramSharePathic_arrow_out

Loading...