क्रेडिट्स

गाने

অনেক পাওয়ার, অনেক পাওয়ার মাঝে মাঝে
কবে কখন একটুখানি পাওয়া
সেইটুকুতেই, সেইটুকুতেই জাগায় দখিন হাওয়া
দখিন হাওয়া
অনেক পাওয়ার-
দিনের পর দিন চলে যায়
যেন তারা পথের স্রোতেই ভাসা, স্রোতেই ভাসা
বাহির হতে, বাহির হতে তাদের যাওয়া আসা
কখন আসে একটি সকাল
কখন আসে একটি সকাল
সে যেন মোর ঘরেই বাঁধে বাসা
সে যেন মোর চিরদিনের চাওয়া
সেইটুকুতেই, সেইটুকুতেই জাগায় দখিন হাওয়া
দখিন হাওয়া
অনেক পাওয়ার-
হারিয়ে যাওয়া আলোর মাঝে
কণা কণা কুড়িয়ে পেলেম যারে
রইল গাঁথা, রইল গাঁথা মোর জীবনের হারে
সেই যে আমার জোড়া দেওয়া
ছিন্ন দিনের খণ্ড আলোর মালা, আলোর মালা
সেই নিয়ে আজ, সেই নিয়ে আজ সাজাই আমার থালা
এক পলকের পুলক যত
এক পলকের পুলক যত
এক নিমেষের প্রদীপখানি জ্বালা
একতারাতে আধখানা গান গাওয়া
সেইটুকুতেই, সেইটুকুতেই জাগায় দখিন হাওয়া
দখিন হাওয়া
অনেক পাওয়ার, অনেক পাওয়ার মাঝে মাঝে
কবে কখন একটুখানি পাওয়া
সেইটুকুতেই, সেইটুকুতেই জাগায় দখিন হাওয়া
দখিন হাওয়া
অনেক পাওয়ার-
instagramSharePathic_arrow_out

Loading...