क्रेडिट्स
गाने
আমার মনের মাঝে যে গান বাজে শুনতে কি পাও গো?
মনের মাঝে যে গান বাজে
আমার চোখের 'পরে আভাস দিয়ে যখনি যাও গো
আমার মনের মাঝে যে গান বাজে
রবির কিরণ নেয় যে টানি ফুলের বুকের শিশিরখানি
রবির কিরণ নেয় যে টানি ফুলের বুকের শিশিরখানি
আমার প্রাণের সে গান তুমি তেমনি কি নাও গো?
আমার মনের মাঝে যে গান বাজে শুনতে কি পাও গো?
মনের মাঝে যে গান বাজে
আমার উদাস হৃদয় যখন আসে বাহির-পানে
আপনাকে যে দেয় ধরা সে সকলখানে
উদাস হৃদয় যখন আসে বাহির-পানে
আপনাকে যে দেয় ধরা সে সকলখানে
কচি পাতা প্রথম প্রাতে কী কথা কয় আলোর সাথে
কচি পাতা প্রথম প্রাতে কী কথা কয় আলোর সাথে
আমার মনের আপন কথা বলে যে তাও গো
আমার মনের মাঝে যে গান বাজে শুনতে কি পাও গো?
মনের মাঝে যে গান বাজে
Written by: Rabindranath Tagore