क्रेडिट्स

गाने

আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে
তখন আপনি এসে দ্বার খুলে দাও, ডাকো তারে
আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে
বাহুপাশের কাঙাল সে যে, চলেছে তাই সকল ত্যেজে
বাহুপাশের কাঙাল সে যে, চলেছে তাই সকল ত্যেজে
কাঁটার পথে ধায় সে তোমার অভিসারে
আপনি এসে দ্বার খুলে দাও, ডাকো তারে
আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে
আমার ব্যথা যখন বাজায় আমায় বাজি সুরে
সেই গানের টানে পারো না আর রইতে দূরে
আমার ব্যথা যখন বাজায় আমায় বাজি সুরে
সেই গানের টানে পারো না আর রইতে দূরে
আমার ব্যথা যখন বাজায় আমায় বাজি সুরে
লুটিয়ে পড়ে সে গান মম ঝড়ের রাতের পাখি-সম
বাহির হয়ে এসো তুমি অন্ধকারে
আপনি এসে দ্বার খুলে দাও, ডাকো তারে
আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে
তখন আপনি এসে দ্বার খুলে দাও, ডাকো তারে
আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে
instagramSharePathic_arrow_out

Loading...