क्रेडिट्स

गाने

এমনি করে ঘুরিব দূরে বাহিরে
আর তো গতি নাহি রে মোর নাহি রে
এমনি করে ঘুরিব দূরে বাহিরে
আর তো গতি নাহি রে মোর নাহি রে
এমনি করে ঘুরিব দূরে বাহিরে
যে পথে তব রথের রেখা ধরিয়া
আপনা হতে কুসুম উঠে ভরিয়া
যে পথে তব রথের রেখা ধরিয়া
আপনা হতে কুসুম উঠে ভরিয়া
চন্দ্র ছুটে, সূর্য ছুটে, সে পথতলে পড়িব লুটে
সবার পানে রহিব শুধু চাহি রে
আর তো গতি নাহি রে মোর নাহি রে
এমনি করে ঘুরিব দূরে বাহিরে
তোমার ছায়া পড়ে যে সরোবরে গো
কমল সেথা ধরে না, নাহি ধরে গো
জলের ঢেউ তরল তানে সে ছায়া লয়ে মাতিল গানে
ঘিরিয়া তারে ফিরিব তরী বাহি রে
আর তো গতি নাহি রে মোর নাহি রে
তোমার ছায়া পড়ে যে সরোবরে গো
কমল সেথা ধরে না, নাহি ধরে গো
জলের ঢেউ তরল তানে সে ছায়া লয়ে মাতিল গানে
ঘিরিয়া তারে ফিরিব তরী বাহি রে
আর তো গতি নাহি রে মোর নাহি রে
যে বাঁশিখানি বাজিছে তব ভবনে
সহসা তাহা শুনিব মধু পবনে
যে বাঁশিখানি বাজিছে তব ভবনে
সহসা তাহা শুনিব মধু পবনে
তাকায়ে রব দ্বারের পানে, সে তানখানি লইয়া কানে
বাজায়ে বীণা বেড়াব গান গাহি রে
আর তো গতি নাহি রে মোর নাহি রে
এমনি করে ঘুরিব দূরে বাহিরে
আর তো গতি নাহি রে মোর নাহি রে
এমনি করে ঘুরিব দূরে বাহিরে
instagramSharePathic_arrow_out

Loading...