म्यूज़िक वीडियो
म्यूज़िक वीडियो
क्रेडिट्स
PERFORMING ARTISTS
Swapan Shome
Performer
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Songwriter
गाने
একবার তোরা মা বলিয়া ডাক, জগতজনের শ্রবণ জুড়াক
হিমাদ্রিপাষাণ কেঁদে গলে যাক মুখ তুলে আজি চাহো রে
একবার তোরা মা বলিয়া ডাক
দাঁড়া দেখি তোরা আত্মপর ভুলি, হৃদয়ে হৃদয়ে ছুটুক বিজুলি
দাঁড়া দেখি তোরা আত্মপর ভুলি, হৃদয়ে হৃদয়ে ছুটুক বিজুলি
প্রভাতগগনে কোটি শির তুলি নির্ভয়ে আজি গাহো রে
প্রভাতগগনে কোটি শির তুলি নির্ভয়ে আজি গাহো রে
একবার তোরা মা বলিয়া ডাক
বিশ কোটি কন্ঠে মা বলে ডাকিলে রোমাঞ্চ উঠিবে অনন্ত নিখিলে
বিশ কোটি ছেলে মায়েরে ঘেরিলে দশ দিক সুখে হাসিবে
সেদিন প্রভাতে নূতন তপন নূতন জীবন করিবে বপন
সেদিন প্রভাতে নূতন তপন নূতন জীবন করিবে বপন
এ নহে কাহিনী, এ নহে স্বপন আসিবে সে দিন আসিবে
এ নহে কাহিনী, এ নহে স্বপন আসিবে সে দিন আসিবে
একবার তোরা মা বলিয়া ডাক
আপনার মায়ে মা বলে ডাকিলে, আপনার ভায়ে হৃদয়ে রাখিলে
সব পাপ তাপ দূরে যায় চলে পুণ্য প্রেমের বাতাসে
সেথায় বিরাজে দেব-আশীর্বাদ না থাকে কলহ, না থাকে বিষাদ
সেথায় বিরাজে দেব-আশীর্বাদ না থাকে কলহ, না থাকে বিষাদ
ঘুচে অপমান, জেগে ওঠে প্রাণ বিমল প্রতিভা বিকাশে
ঘুচে অপমান, জেগে ওঠে প্রাণ বিমল প্রতিভা বিকাশে
একবার তোরা মা বলিয়া ডাক, জগতজনের শ্রবণ জুড়াক
হিমাদ্রিপাষাণ কেঁদে গলে যাক মুখ তুলে আজি চাহো রে
একবার তোরা মা বলিয়া ডাক
Written by: Rabindranath Tagore


