क्रेडिट्स
PERFORMING ARTISTS
Manashi Mukherjee
Performer
COMPOSITION & LYRICS
Shyamlal Gupta Prashad
Songwriter
गाने
আমি এত যে তোমায় ভালোবেসেছি
আমি এত যে তোমায় ভালোবেসেছি
তবু মনে হয় এ যেন গো কিছু নয়
কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়
আমি এত যে তোমায় ভালোবেসেছি
তোমার কাজল চোখে
যে গভীর ছায়া কেঁপে ওঠে ওই
তোমার অধরে ওগো
যে হাসির মধু-মায়া ফোটে ওই
তারা এই অভিমান বোঝে না আমার
বলে তুমি তো আমায় ভালোবেসেছো
শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয়
কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়
আমি এত যে তোমায় ভালোবেসেছি
তুমি তো জানো না ওগো
তোমার প্রাণের ওই সুরের কাছে
আমার গানের বাণী
আহত পাখির মতো লুটায়ে আছে
তবু এ মাধবী রাতে আমায় যে মালা তুমি পরালে
যে মাধুরী দিয়ে মোর শূন্য জীবন তুমি ভরালে
তারা এ দীনতাটুকু দেখে না আমার
বলে তুমি তো আমায় ভালোবেসেছো
শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয়
কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়
আমি এত যে তোমায় ভালোবেসেছি
Written by: Manabendra Mukherjee, Shyamal Gupta, Shyamlal Gupta Prashad

