क्रेडिट्स
PERFORMING ARTISTS
Kanika Banerjee
Performer
COMPOSITION & LYRICS
Kazi Nazrul Islam
Songwriter
गाने
তোমার মহাবিশ্বে কিছু হারায় না তো কভু
তোমার মহাবিশ্বে কিছু হারায় না তো কভু
আমরা অবোধ অন্ধ মায়ায়, তাই তো কাঁদি প্রভু
কিছু হারায় না তো কভু
তোমার মতই তোমার ভুবন
চির পূর্ণ, হে নারায়ণ
তোমার মতই তোমার ভুবন
চির পূর্ণ, হে নারায়ণ
দেখতে না পায় অন্ধ নয়ন তাই এ দুঃখ প্রভু
তোমার মহাবিশ্বে কিছু হারায় না তো কভু
ঝরে যে ফল ধূলায়, জানি হয় না তাহা হারা
ঝরে যে ফল ধূলায়, জানি হয় না তাহা হারা
ঐ ঝরা ফলে নেয় যে জনম তরুণ তরুর চারা
তারা হয় না কভু হারা
হারালো মোর প্রিয় যারা
তোমার কাছে আছে তারা
ও মোর প্রিয় যারা
তোমার কাছে আছে তারা
আমার কাছে নাই তাহারা, হারায়নি কো তবু
তোমার মহাবিশ্বে কিছু হারায় না তো কভু
Written by: Kamal Dasgupta, Kazi Nazrul Islam