क्रेडिट्स
PERFORMING ARTISTS
Imon Chakraborty
Performer
COMPOSITION & LYRICS
Rabindra Nath Thakur
Songwriter
PRODUCTION & ENGINEERING
Cozmik Harmony
Producer
गाने
মরি লো মরি
আমায় বাঁশিতে ডেকেছে কে
ভেবেছিলেম ঘরে রব
কোথাও যাব না
ভেবেছিলেম ঘরে রব
কোথাও যাব না
ওই যে বাহিরে বাজিল বাঁশি
ওই যে বাহিরে বাজিল বাঁশি
বলো কী করি
আমায় বাঁশিতে ডেকেছে কে
শুনেছি কোন কুঞ্জবনে যমুনাতীরে
সাঁঝের বেলা বাজে বাঁশি ধীর সমীরে
শুনেছি কোন কুঞ্জবনে যমুনাতীরে
সাঁঝের বেলা বাজে বাঁশি ধীর সমীরে
ওগো, তোরা জানিস যদি আমায় পথ বলে দে
আমায় বাঁশিতে ডেকেছে কে
দেখি গে তার মুখের হাসি
তারে ফুলের মালা পরিয়ে আসি
দেখি গে তার মুখের হাসি
তারে বলে আসি "তোমার বাঁশি
আমার প্রাণে বেজেছে"
আমায় বাঁশিতে ডেকেছে কে
মরি লো মরি
আমায় বাঁশিতে ডেকেছে কে
Written by: Rabindra Nath Thakur