म्यूज़िक वीडियो

में प्रस्तुत

क्रेडिट्स

PERFORMING ARTISTS
Bhoomi
Bhoomi
Performer
COMPOSITION & LYRICS
Bhoomi
Bhoomi
Songwriter

गाने

দিল দরিয়ারে তোরে কিসের কথা কই ওরে মাঝিরে মাঝিরে কোথা ভাসলি দিল দরিয়ারে তোরে কিসের কথা কই ওরে মাঝিরে মাঝিরে কোথা ভাসলি দোর খুলিয়ারে আমি আশায় আশায় রই ওরে মাঝিরে মাঝিরে কোথা ভাসলি আষাঢ় শ্রাবন এলো মাঝি তোর ঐ উদাস উঠান বুকে আষাঢ় শ্রাবন এলো মাঝি তোর ঐ উদাস উঠান বুকে আমি সাঁঝের বেলা গোয়াল ধারে ঠায় বসে রই হায় বসে রই শোন দরিয়ারে আমায় দে ফিরায়ে দে আমার মাঝি ও আমার মাঝি শোন দরিয়ারে আমায় দে ফিরায়ে দে আমার মাঝি ও আমার মাঝি বৈকাল বেলা ঘাটের ধারে যাই ছুটিয়া বারে বারে সবার মাঝি ঘরে ফেরে আমার মাঝি নাই আমার মাঝি নাই দিল দরিয়ারে তোরে কিসের কথা কই ওরে মাঝিরে মাঝিরে কোথা ভাসলি দোর খুলিয়ারে আমি আশায় আশায় রই ওরে মাঝিরে মাঝিরে কোথা ভাসলি আষাঢ় শ্রাবন এলো মাঝি তোর ঐ উদাস উঠান বুকে আষাঢ় শ্রাবন এলো মাঝি তোর ঐ উদাস উঠান বুকে আমি সাঁঝের বেলা গোয়াল ধারে ঠায় বসে রই হায় বসে রই শোন ময়না তোর গানে দুঃখ ঝরে রাতে ময়নারে ও ময়নারে শোন ময়না তোর গানে দুঃখ ঝরে রাতে ময়নারে ও ময়নারে শিমুল পলাশ গাছের ফাঁকে রোদ আসে তোর মোরগ ডাকে আসমান আজ রঙে আবার বেলা বয়ে যায় বেলা বয়ে যায় দিল দরিয়ারে তোরে কিসের কথা কই ওরে মাঝিরে মাঝিরে কোথা ভাসলি দোর খুলিয়ারে আমি আশায় আশায় রই ওরে মাঝিরে মাঝিরে কোথা ভাসলি আষাঢ় শ্রাবন এলো মাঝি তোর ঐ উদাস উঠান বুকে আষাঢ় শ্রাবন এলো মাঝি তোর ঐ উদাস উঠান বুকে আমি সাঁঝের বেলা গোয়াল ধারে ঠায় বসে রই হায় বসে রই আষাঢ় শ্রাবন এলো মাঝি তোর ঐ উদাস উঠান বুকে আষাঢ় শ্রাবন এলো মাঝি তোর ঐ উদাস উঠান বুকে আমি সাঁঝের বেলা গোয়াল ধারে ঠায় বসে রই
Writer(s): Bhoomi Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out