म्यूज़िक वीडियो
म्यूज़िक वीडियो
क्रेडिट्स
PERFORMING ARTISTS
Tausif
Performer
COMPOSITION & LYRICS
Tausif
Songwriter
गाने
এ ভালোবাসা আমার
অল্প কথায় যায় না বলা
নিজেকে হারিয়ে বারে বার
পেয়েছি তোমার দেখা
কেন্দ্রে তোমাকে নাইবা পেলাম
একই বৃত্তে পাবো
ইবাদাত আমার ছিলে তুমি
তোমার মাঝে ডুবে থাকি
ইবাদাত আমার ছিলে তুমি
তোমার মাঝে ডুবে থাকি
এ ভালোবাসা আমার
অল্প কথায় যায় না বলা
নিজেকে হারিয়ে বারে বার
পেয়েছি তোমার দেখা
পাথুরে পাহাড়ের বুকটা চিড়ে
হয়েছি নদী তোমায় পেতে
আকাশের ওপারে থাকো তুমি
তবুও জমিন জুড়ে তোমায় দেখি
এই দু'চোখে নাইবা পেলাম
একই আকাশে পাবো
ইবাদাত আমার ছিলে তুমি
তোমার মাঝে ডুবে থাকি
ইবাদাত আমার ছিলে তুমি
তোমার মাঝে ডুবে থাকি
প্রার্থনায় কাটে কাল-মহাকাল
ক্লান্ত হবে না তবু হৃদয়টুকু
অন্তহীন এই ভালোবাসায়
হোক না বিলীন এ দেহটুকু
এই পৃথিবীতে নাইবা পেলাম
পাবো তোমায় পরকালে
ইবাদাত আমার ছিলে তুমি
তোমার মাঝে ডুবে থাকি
ইবাদাত আমার ছিলে তুমি
তোমার মাঝে ডুবে থাকি
এ ভালোবাসা আমার
অল্প কথায় যায় না বলা
নিজেকে হারিয়ে বারে বার
পেয়েছি তোমার দেখা
কেন্দ্রে তোমাকে নাইবা পেলাম
একই বৃত্তে পাবো
ইবাদাত আমার ছিলে তুমি
তোমার মাঝে ডুবে থাকি
ইবাদাত আমার ছিলে তুমি
তোমার মাঝে ডুবে থাকি
এ ভালোবাসা আমার
অল্প কথায় যায় না বলা
নিজেকে হারিয়ে বারে বার
পেয়েছি তোমার দেখা
Written by: Tausif