क्रेडिट्स

PERFORMING ARTISTS
Tahsin
Tahsin
Performer
Nusrat Sonia
Nusrat Sonia
Performer
COMPOSITION & LYRICS
Tahsin Ahmed
Tahsin Ahmed
Songwriter

गाने

তোমার চোখে রাখলে দু'চোখ
বুকের ভেতরে চমক
আর কিছু যায় না বলা
এটা হয় যদি প্রেম হোক
আমার কাছে আটকে পড়ার
খাটে না কোনো কৌশল
অনুভূতি রাখছে তোমায়
হও হৃদয়ের সম্বল
আকাশ লাগে ভালো যখন
একটু বেশি অকারণ
তখনি কি বুঝে নেবো?
আবেগে ডুবছে মন
বিকেলটা লাগে ভালো যখন
একটু বেশি অকারণ
তখনি কি বুঝে নেবো?
খুঁজেছে তোমায় মন
একলা কোনো পথ অচেনা
আনমনে হেঁটে যাই
ভাবনা গুলো সব কেনো যে
তোমায় নিয়ে সাজাই
হচ্ছেটা কি জানতে চাইনি
নেই কোনো উত্তর
পাচ্ছি তবু টের কোথাও
যেন মনটা নিচ্ছে মোড়
আকাশ লাগে ভালো যখন
একটু বেশি অকারণ
তখনি কি বুঝে নেবো?
আবেগে ডুবছে মন
বিকেলটা লাগে ভালো যখন
একটু বেশি অকারণ
তখনি কি বুঝে নেবো?
খুঁজেছে তোমায় মন
তোমার চোখে রাখলে দু'চোখ
বুকের ভেতরে চমক
আর কিছু যায় না বলা
এটা হয় যদি প্রেম হোক
আমার কাছে আটকে পড়ার
খাটে না কোনো কৌশল
অনুভূতি রাখছে তোমায়
হও হৃদয়ের সম্বল
আকাশ লাগে ভালো যখন
একটু বেশি অকারণ
তখনি কি বুঝে নেবো?
আবেগে ডুবছে মন
বিকেলটা লাগে ভালো যখন
একটু বেশি অকারণ
তখনি কি বুঝে নেবো?
খুঁজেছে তোমায় মন
আকাশ লাগে ভালো যখন
একটু বেশি অকারণ
তখনি কি বুঝে নেবো?
আবেগে ডুবছে মন
বিকেলটা লাগে ভালো যখন
একটু বেশি অকারণ
তখনি কি বুঝে নেবো?
খুঁজেছে তোমায় মন
Written by: Tahsin Ahmed
instagramSharePathic_arrow_out

Loading...