गाने

হোক সকাল এক ভোরের ঠিকানা চেনা পথ পেরিয়ে ঠিক সীমানা হাঁটছে দেখ বাউন্ডুল স্টেশন তাই দিন-রাত কোন আহ্লাদে আটখানা হোক সকাল এক ভোরের ঠিকানা চেনা পথ পেরিয়ে ঠিক সীমানা হাঁটছে দেখ বাউন্ডুল স্টেশন তাই দিন-রাত কোন আহ্লাদে আটখানা আজ বেনামি প্রেম বুকে রয়ে যাক চোখে ঠোঁটে আশকারা জেগে থাক হাত ধরে চল ছুটি বহুদূর দেওয়াল ঘড়ি গুনছে প্রহর কিছু না বলা কথা না লেখা কবিতা শুনছে বসে একলা আমার শহর কিছু না বলা কথা না আঁকা ছবিটা মাখছে রোদ সারা গায়ে রঙের বহর ইচ্ছেগুলো দিচ্ছে উঁকি পর্দা মনের সব সরিয়ে তাও বেসামাল হচ্ছি আবার রোজ সে স্নানের ঘরে খুনসুটি আয় জুটি, যাই দু'জনে সেই নিরালায় অজানায় খুশির উড়ানে আজ বেনামি প্রেম বুকে রয়ে যাক চোখে ঠোঁটে আশকারা জেগে থাক হাত ধরে চল ছুটি বহুদূর দেওয়াল ঘড়ি গুনছে প্রহর কিছু না বলা কথা না লেখা কবিতা শুনছে বসে একলা আমার শহর কিছু না বলা কথা না আঁকা ছবিটা মাখছে রোদ সারা গায়ে রঙের বহর গল্পে মোড়া রূপকথারা ডাকছে কাছে ভীড়ের মাঝে হঠাৎ যেন বৃষ্টি এসে ভিজিয়ে যায় আমাকে অন্তহীন সঙ্গীহীন ভাসছি তবু বুঝিনি খুঁজিনি নিজেকে শুধু আজ বেনামি প্রেম বুকে রয়ে যাক চোখে ঠোঁটে আশকারা জেগে থাক হাত ধরে চল ছুটি বহুদূর দেওয়াল ঘড়ি গুনছে প্রহর কিছু না বলা কথা না লেখা কবিতা শুনছে বসে একলা আমার শহর কিছু না বলা কথা না আঁকা ছবিটা মাখছে রোদ সারা গায়ে রঙের বহর
Writer(s): Amit Mitra Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out