म्यूज़िक वीडियो

Baje Shobhab (feat. Prithwi Raj)
{artistName} द्वारा {trackName} संगीत वीडियो देखें

में प्रस्तुत

क्रेडिट्स

PERFORMING ARTISTS
Rehaan Rasul
Rehaan Rasul
Performer
COMPOSITION & LYRICS
Rehaan Rasul
Rehaan Rasul
Songwriter

गाने

কথা হবে, দেখা হবে প্রেমে প্রেমে মেলা হবে কাছে আসা-আসি আর হবে না চোখে চোখে কথা হবে ঠোঁটে ঠোঁটে নাড়া দেবে ভালবাসা-বাসি আর হবে না শত রাত জাগা হবে থালে ভাত জমা রবে খাওয়া-দাওয়া কিছু মজা হবে না হুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে এই মন ভেঙে যাবে, জানো না আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না ভুলভাল ভালোবাসি কান্নায় কাছে আসি ঘৃণা হয়ে চলে যাই, থাকি না কথা বলি একা একা সেধে এসে খেয়ে ছ্যাঁকা কেনো গাল দাও আবার, বুঝি না খুব কালো কোনো কোণে গান শোনাবো গোপনে দেখো যেন আর কেউ শোনে না গান গেয়ে চলে যাবো বদনাম হয়ে যাবো সুনাম তোমার হবে, হোক না আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না যদি তুমি ভালোবাসো ভালো করে ভেবে এসো খেলে ধরা কোনোখানে রবে না আমি ছুঁয়ে দিলে পরে অকালেই যাবে ঝরে গলে যাবে যে বরফ গলে না আমি গলা বেচে খাবো কানের আশেপাশে রবো ঠোঁটে ঠোঁটে রেখে কথা হবে না কারো একদিন হবো কারো এক রাত হব এর বেশি কারো রুচি হবে না আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না কথা হবে, দেখা হবে প্রেমে প্রেমে মেলা হবে কাছে আসা-আসি আর হবে না চোখে চোখে কথা হবে ঠোঁটে ঠোঁটে নাড়া দেবে ভালবাসা-বাসি আর হবে না শত রাত জাগা হবে থালে ভাত জমা রবে খাওয়া দাওয়া কিছু মজা হবে না হুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে এই মন ভেঙে যাবে, জানো না আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না
Writer(s): Rehaan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out