क्रेडिट्स
PERFORMING ARTISTS
Debabrata Biswas
Lead Vocals
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Songwriter
गाने
ও চাঁদ, তোমায় দোলা দেবে কে?
ও চাঁদ, তোমায় দোলা-
কে দেবে, কে দেবে তোমায় দোলা?
আপন আলোর স্বপন-মাঝে বিভল ভোলা
ও চাঁদ, তোমায় দোলা দেবে কে?
ও চাঁদ, তোমায় দোলা-
কে দেবে, কে দেবে তোমায় দোলা?
আপন আলোর স্বপন-মাঝে বিভল ভোলা
ও চাঁদ, তোমায় দোলা-
কেবল তোমার চোখের চাওয়ায়
দোলা দিলে হাওয়ায় হাওয়ায় বনে বনে
কেবল তোমার চোখের চাওয়ায়
দোলা দিলে হাওয়ায় হাওয়ায় বনে বনে
দোল জাগালো ওই চাহনি তুফানতোলা
ও চাঁদ, তোমায় দোলা দেবে কে?
ও চাঁদ, তোমায় দোলা-
আজ মানসের সরোবরে
কোন মাধুরীর কমলকানন দোলাও তুমি ঢেউয়ের 'পরে
আজ মানসের সরোবরে
কোন মাধুরীর কমলকানন দোলাও তুমি ঢেউয়ের 'পরে
তোমার হাসির আভাস লেগে
বিশ্ব দোলন দোলার বেগে উঠল জেগে
তোমার হাসির আভাস লেগে
বিশ্ব দোলন দোলার বেগে উঠল জেগে
আমার গানের কল্লোলিনী কলরোলা
ও চাঁদ, তোমায় দোলা দেবে কে?
ও চাঁদ, তোমায় দোলা-
কে দেবে, কে দেবে তোমায় দোলা?
আপন আলোর স্বপন-মাঝে বিভল ভোলা
ও চাঁদ, তোমায় দোলা-
আজ মানসের সরোবরে
কোন মাধুরীর কমলকানন দোলাও তুমি ঢেউয়ের 'পরে
আজ মানসের সরোবরে
তোমার হাসির আভাস লেগে
বিশ্ব দোলন দোলার বেগে উঠল জেগে
তোমার হাসির আভাস লেগে
বিশ্ব দোলন দোলার বেগে উঠল জেগে
আমার গানের কল্লোলিনী কলরোলা
ও চাঁদ, তোমায় দোলা দেবে কে?
ও চাঁদ, তোমায় দোলা দেবে কে?
ও চাঁদ, তোমায় দোলা-
Written by: Rabindranath Tagore