क्रेडिट्स
PERFORMING ARTISTS
Indranil Sen
Performer
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Composer
गाने
আমায় বোলো না গাহিতে
বোলো না আমায়
বোলো না গাহিতে, বোলো না
এ কি শুধু হাসি খেলা
প্রমোদের মেলা?
শুধু হাসি খেলা, প্রমোদের মেলা
শুধু মিছেকথা ছলনা?
আমায় বোলো না গাহিতে
বোলো না আমায়
বোলো না গাহিতে, বোলো না
এ যে নয়নের জল, হতাশের শ্বাস
কলঙ্কের কথা, দরিদ্রের আশ
এ যে বুক-ফাটা দুখে
গুমরিছে বুকে
গভীর মরমবেদনা
এ কি শুধু হাসি খেলা
প্রমোদের মেলা?
শুধু হাসি খেলা, প্রমোদের মেলা
শুধু মিছেকথা ছলনা?
আমায় বোলো না গাহিতে
বোলো না আমায়
বোলো না গাহিতে, বোলো না
এসেছি কি হেথা যশের কাঙালি?
কথা গেঁথে গেঁথে নিতে করতালি
এসেছি কি হেথা যশের কাঙালি?
কথা গেঁথে গেঁথে নিতে করতালি
মিছে কথা কয়ে, মিছে যশ লয়ে
মিছে কাজে নিশিযাপনা
কে জাগিবে আজ, কে করিবে কাজ?
কে ঘুচাতে চাহে জননীর লাজ?
কে জাগিবে আজ, কে করিবে কাজ?
কে ঘুচাতে চাহে জননীর লাজ?
কাতরে কাঁদিবে, মায়ের পায়ে দিবে
সকল প্রাণের কামনা?
এ কি শুধু হাসি খেলা
প্রমোদের মেলা?
শুধু হাসি খেলা, প্রমোদের মেলা
শুধু মিছেকথা ছলনা?
আমায় বোলো না গাহিতে
বোলো না আমায়
বোলো না গাহিতে, বোলো না
Written by: Rabindranath Tagore