म्यूज़िक वीडियो
म्यूज़िक वीडियो
क्रेडिट्स
PERFORMING ARTISTS
Indrani Sen
Performer
COMPOSITION & LYRICS
Indrani Sen
Composer
Kazi Nazrul Islam
Composer
गाने
আজকে দোলের হিন্দোলায়
আজকে দোলের হিন্দোলায়
আয় তোরা কে দিবি দোল
ডাক দিয়ে যায় দ্বারে ওই
শিমুল পলাশ আমের বোল
আজকে দোলের হিন্দোলায়
আজকে দোলের হিন্দোলায়
আগুন-রাঙা ফুলে ফাগুন লালে-লাল
কৃষ্ণচূড়ার পাশে রঙ্গন অশোক উত্তাল
আগুন-রাঙা ফুলে ফাগুন লালে-লাল
কৃষ্ণচূড়ার পাশে রঙ্গন অশোক উত্তাল
খসিয়া পড়িল ওই, ওই
খসিয়া পড়িল ওই রাতের জোছনা-আঁচল
আয় তোরা কে দিবি দোল
আজকে দোলের হিন্দোলায়
আজকে দোলের হিন্দোলায়
হতাশ পথিক আজ পথ-বিভোল
ভোল ওরে বেদনা ভোল
হতাশ পথিক আজ পথ-বিভোল
ভোল ওরে বেদনা ভোল
টোল খেয়ে যায় নীল আকাশ
আকাশ, আকাশ
টোল খেয়ে যায় নীল আকাশ
শুনে তোদের হাসির রোল
দ্বার খুলে দেখ ফুলেলা রাত
দ্বার খুলে দেখ ফুলেলা রাত
দ্বার খুলে দেখ ফুলেলা রাত
দ্বার খুলে দেখ ফুলেলা রাত
ফুলে ফুলে উতরোল
আজকে দোলের হিন্দোলায়
আজকে দোলের হিন্দোলায়
আজকে দোলের হিন্দোলায়
হিন্দোলায়, হিন্দোলায়, দোলায়
আজকে দোলের হিন্দোলায়
আজকে দোলের হিন্দোলায়
আজকে দোলের হিন্দোলায়
আজকে দোলের হিন্দোলায়
আজকে দোলের হিন্দোলায়
হিন্দোলায়, হিন্দোলায়
Written by: Kazi Nazrul Islam
