क्रेडिट्स
PERFORMING ARTISTS
Sabina Yasmin
Performer
COMPOSITION & LYRICS
Satya Saha
Composer
Gazi Mazharul Anwar
Composer
गाने
ফুল যদি ঝরে গিয়ে আজকে রাতে
দু'জনারে চায় শুধু লুকিয়ে দিতে
ও প্রিয়া, তুমি ফুলকে বলো ঝরে যেতে
তুমি ফুলকে বলো ঝরে যেতে
ফুল যদি ঝরে গিয়ে আজকে রাতে
দু'জনারে চায় শুধু লুকিয়ে দিতে
ও প্রিয়া, তুমি ফুলকে বলো ঝরে যেতে
তুমি ফুলকে বলো ঝরে যেতে
সবার নজর হতে আড়াল করে
বুকের ছায়ায় মোরে রাখো ধরে
সবার নজর হতে আড়াল করে
বুকের ছায়ায় মোরে রাখো ধরে
বুকের ছায়ায় মোরে রাখো ধরে
দীপ যদি নিভে গিয়ে আজকে রাতে
দু'জনার মনে চায় আলো জ্বালাতে
ও প্রিয়া, তুমি দীপকে বলো নিভে যেতে
তুমি দীপকে বলো নিভে যেতে
অনেক সাধনা করে পেলাম কাছে
হাজার না বলা কথা বলার আছে
অনেক সাধনা করে পেলাম কাছে
হাজার না বলা কথা বলার আছে
হাজার না বলা কথা বলার আছে
গান যদি থেমে গিয়ে আজকে রাতে
দু'জনারে চায় সুরে ভরিয়ে দিতে
ও প্রিয়া, তুমি গানকে বলো থেমে যেতে
তুমি গানকে বলো থেমে যেতে
ফুল যদি ঝরে গিয়ে আজকে রাতে
দু'জনারে চায় শুধু লুকিয়ে দিতে
ও প্রিয়া, তুমি ফুলকে বলো ঝরে যেতে
তুমি ফুলকে বলো ঝরে যেতে
Written by: Gazi Mazharul Anwar, Satya Saha