म्यूज़िक वीडियो

Ahmed Hasan Sunny - Amra Hoyto (Official Music Video) - Lutpaat - Museum Of Sadness
{artistName} द्वारा {trackName} संगीत वीडियो देखें

में प्रस्तुत

क्रेडिट्स

COMPOSITION & LYRICS
Ahmed Hasan Sunny
Ahmed Hasan Sunny
Songwriter
PRODUCTION & ENGINEERING
Butter Communication
Butter Communication
Recording Engineer
Jahid Nirob
Jahid Nirob
Producer

गाने

মাঝে মাঝে মুখ ভরে থাকে হাসি মাঝে মাঝে পায় ভীষণ কান্না মাঝে মাঝে ভাবি, এত কম কেন প্রেম? মাঝে মাঝে ভাবি অনেক হয়েছে আর না হয়তো দাঁড়িয়ে আয়না তোমায় দেখে হয়তো তখন দেখছো অন্য কিছু হয়তো দাঁড়াও আয়না দেখার ছলে আমি ছুটে যাই তোমার চোখের পিছু আমি ছুটে যাই তোমার চোখের পিছু আকাশে জমে থাকে বিষণ্ণ মেঘ পথে পথে পড়ে আছে জুঁই ফুল আমরা হয়তো এসবের নই কিছু তবু মেঘ-বাতাসের হয় না কখনো ভুল তবু মেঘ-বাতাসের হয় না কখনো ভুল মাঝে মাঝে ভাবি তুমি এলে হবো সুখী মাঝে মাঝে ভাবি একলা থাকাই সুখ দুঃখ ভাবতে কে চায় প্রিয়তমা? জেনো ভাবনাই এক মনের অসুখ জেনো ভাবনাই এক মনের অসুখ সবাই খুঁজে একটা প্রিয় ঠিকানা যেই ঠিকানার নিশানা নেই কোথাও সব পাখি তবু ফিরে যায় নীড়ে নীড়হারা তুমি কোন বেদনা উড়াও? নীড়হারা তুমি কোন বেদনা উড়াও? আকাশে জমে থাকে বিষণ্ণ মেঘ পথে পথে পড়ে আছে জুঁই ফুল আমরা হয়তো এসবের নই কিছু তবু মেঘ-বাতাসের হয় না কখনো ভুল তবু মেঘ-বাতাসের হয় না কখনো ভুল
Writer(s): Ahmed Sunny Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out