क्रेडिट्स

PERFORMING ARTISTS
Srikanto Acharya
Srikanto Acharya
Performer
COMPOSITION & LYRICS
Joy Sarkar
Joy Sarkar
Composer
Sanjay Banik
Sanjay Banik
Lyrics

गाने

তোর সাথে যে নদীর অনেক মিল
নদীর নামে তোকেই যে তাই ডাকি
রোদ পড়লেই নদী টা ঝিলমিল
তোকে ভেবেই নদীর ছবি আঁকি
ছবি আঁকি
তোর সাথে যে নদীর অনেক মিল
(বাঁশি)
চোখ দুটো তোর দুষ্টুমিতে ভরা
মেঘ দেখলেই মুখ টা ব্যাজার বন্ধ লেখাপড়া
চোখ দুটো তোর দুষ্টুমিতে ভরা
মেঘ দেখলেই মুখ টা ব্যাজার বন্ধ লেখাপড়া
ঢেউ এর মতন আসছি বলে কখন যে দিস ফাঁকি
রোদ পড়লেই নদী টা ঝিলমিল
তোকে ভেবেই নদীর ছবি আঁকি
ছবি আঁকি
(আআআ. আআআ)
বোঝেনা তোর মনের খেয়ালখুশি
আকাশ ঝুঁকে বলছে তবু
তোকেই ভালোবাসি
বোঝেনা তোর মনের খেয়ালখুশি
আকাশ ঝুঁকে বলছে তবু
তোকেই ভালোবাসি
হারিয়ে যাক তোর চোখেতেই আমার গানের পাখি
রোদ পড়লেই নদী টা ঝিলমিল
তোকে ভেবেই নদীর ছবি আঁকি
ছবি আঁকি
ছবি আঁকি
Written by: Joy Sarkar, Sanjay Banik
instagramSharePathic_arrow_out

Loading...